সেদিন এক কাঙ্গালের সাথে দেখা হল । আপাদমস্তক জীর্ণ বস্ত্র, কিন্তু কোন এক কালের সম্ভ্রান্তির ছাপ স্পষ্ট । হাসছে আবার কখন কাঁদছে । রাস্তার উপর ফুটপাথে আঁকিবুঁকি কাটছে ইটের টুকরো দিয়ে, যেন নিজের মনের খামখেয়ালি রূপরেখা আঁকছে, কাটাকুটিতে । খুব আগ্রহ হল । ভাবলাম কাছে গিয়ে দেখি । আলপনায় সে লিখেছে “ কেন আমি?” অবাক শব্দ পড়ে খুব কৌতূহল হল, কেন এমন শব্দ ?
জিজ্ঞেস করতে বলে,
“ যা যা মোর ছিল সবই হল ভাগ
ভাগাভাগি সবশেষে বৃথা অনুরাগ
যা আমার ছিল কভু, হাত ছেড়ে দিল
বিধি মোর বাম হয়ে সব কেড়ে নিল
টুকরো টুকরো হয়ে পড়ে আছে মন
আর আমিও ভিখারি হয়ে, ঘুরি সর্বক্ষণ
আমার ভাগের টুকরো দিব্যি ভাল আছে
আমি একা অচ্ছ্যুত হারিয়েছি পিছে “
পাঁচালির সুরে ভাঙ্গা মনের যন্ত্রণা বড্ড চেনা ঠেকল । ভালো করে চেয়ে দেখলাম ওই বিবর্ণ মুখটার দিকে । সবটাই পরিষ্কার এবার । গ্লানি আর হানি, এসবের আস্ফালনে কতদিন যে আয়না দেখা হয়নি ।
Read the source article: Click here