Listen

Description

আচ্ছা, এই Google আর সিধু জ্যাঠার কোনো যোগাযোগ আছে কি ? না মানে, আসলে দুজনেই তো সব প্রশ্নের উত্তর ঝপাঝপ দিয়ে থাকেন । তা সে যাই তোমার জানার ইচ্ছে হোক, এই দুজনে সব জানে, এক্ষুনি বলে দেবে।

এই Google তো এখন সবার মুঠোতে হাজির। স্মার্টফোন হাতে নিলেই Google তোমার বন্ধু হয়ে তোমার সাথেসাথে সবসময় । কতো কি সার্চ করো তোমরা Google-এ । আচ্ছা আজ তোমাদের একটা ছোট্ট কাজ দেবো, করবে ? একটা ছোট্ট সার্চ করে দিতে বলছি Google-এ ।

Google-এ নিজের নাম টাইপ করে সার্চ করো দেখি । আরে, সত্যি বলছি, না না, মজা করছি না। আরে একবার করেই দেখো না। কি করলে সার্চ ? কি পেলে ?

তোমার নামে কি দেখাচ্ছে Google ? এটা হতেই পারে যে তোমার নামে যারা যারা আছেন, তাদের সবার কাজ-কর্ম, হালহকিকৎ সব দেখাবে Google । আচ্ছা, এর মধ্যে এক্কেবারে তোমায় নিয়ে কি কি দেখাচ্ছে ?

বিশ্বাস করো, Google সব জানে, তাই সত্যি যদি বলার মতো তুমি বা আমি কিছু করে থাকি Google ঠিক দেখাবে । আচ্ছা, Google বাদ দিয়ে, যদি আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে সার্চ করি তাহলে কি খুঁজে পাবো ? আচ্ছা যদি সত্যি কিছু খুঁজে না পাই, তেমন কিছু?

আমাদের নিজেদের পরিচয়, এখনো আমাদের কাছে মাঝে মাঝে অচেনা ঠেকে । মাঝে মাঝে নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাই না, Google –এর কি দোষ । তবে যদি স্বপ্নকে ভালোবাসি, পরিশ্রম করে, যত্ন করে তাকে বাস্তবায়িত করার জন্যে লড়ি, তাহলে একদিন ঠিক নিজের পরিচয় খুঁজে পাবো, সেদিন Google-এর খুঁজে বের করা লিস্ট-এ তোমার, আমার নামটাও আমাদের কাজের পরিচয়ে জ্বলজ্বল করে দেখা যাবে । তাই না? ঠিক বলছি তো ?

বাকি কথা , এই নীচের লিঙ্ক-এ ক্লিক করে পড়ে নিও কিন্তু । ভুলে যেও না । ভালো লাগলে শেয়ার করো, কারন ভালো জিনিস সবার মন ভালো করে দেয় ।

Read the article : http://bit.ly/2UlxpZR