Listen

Description

Today's episode is written in my mother tongue which is Bengali. I hope you enjoy it too. I will try to upload a translated version for this episode as sson as possinle. Here is the poem to read:

মিষ্টি কথার ভুলে যদি মিষ্টি হওয়া যেতো,

তবে হাজার তেতো মন মধুর হতো।

মুখ মিষ্টি হলেও মুখে তেতো কথারা আসে,

করলার রস তেতোই রয় যতোই গুড় তাতে ভাসে।

মন মিষ্টি হবে যদি মিষ্টি করে দেখো,

যদি মনের মাঝে মধুর ভালোবাসা রাখো।

আবোল তাবোল এদিক সেদিক যেদিক মুখটি ঘোরাও,

মনের মাঝের কলুষতা এখনই হাওয়ায় ওড়াও।

মিষ্টি মধুর মনটা থাকুক কলার পাতায় মোড়া,

মিষ্টি মনের মাধুরী লাগায় হাজার মনের জোড়া।

হয়ত আকাশের তারারা মিষ্টি বলেই বাতাস এতো মিষ্টি,

মনের মাঝে সে বাতাস করে অযাচিত আকাঙ্ক্ষার সৃষ্টি।

মিষ্টি মনের কৃপণতা তেতো মনের আমানত,

সে মনে সাড়া জাগাতে বসেছে আইন আদালত।

মিষ্টতা ভর করে সকল তিক্ততার অভিলাষে,

মিষ্টি মন ত্যক্ত বিরক্ত যাই হোক সবাইকে ভালোবাসে