Beautiful Islam - SR Nirjon, একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাকে আরো একবার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা একজনই। তাহলে তার পাঠানো ধর্ম টাও পৃথিবীতে একই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা পৃথিবীতে চার হাজারেরও বেশি ধর্ম দেখতে পায়। যেখানে স্রষ্টা এক তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? এই প্রশ্নের যৌক্তিক উত্তর রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখবেন। পৃথিবীতে এত ধর্ম কেন? prithibi te ato dhormo keno? Why is there so much religion in the world? ইসলামকে প্রচারের দায়িত্ব শুধু আমার একার নয়, প্রত্যেকটা মুমিন ব্যক্তির। তাই অন্তত কিছু না পারলেও এই ভিডিওটি আপনার সমস্ত অমুসলিম বন্ধুদের কাছে শেয়ার করুন। তাদেরকে ইসলাম সম্পর্কে জানার সুযোগ দিন। হতে পারে আপনার একটা শেয়ারেই তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা ছিল তা হয়তো দূর হয়ে যাবে।