স্মরণজিৎ চক্রবর্তী কে নিয়ে টিম পতিক্রিয়াশীলের দুর্বলতা অপরিসীম। আমাদের বেড়ে ওঠা, কলেজ জীবন সমস্তটা জুড়ে মানুষটা এমন জাদুকাঠি ছড়িয়ে রেখেছেন, আমাদের চলার রাস্তাগুলোর পাশে এমন ভাবে গুড়ো গুড়ো বরফ ছড়িয়ে দিয়েছেন। যে সেই মুগ্ধতা আজও যাওয়ার নয়। হ্যাঁ এখন হয়তো আমাদের অ্যানালেটিক পাওয়ারগুলো বেড়েছে। আমাদের সব কিছুই পাকতে পাকতে একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু খসে পড়ার আগে অবধিও আমরা স্মরণজিৎ পড়ে যাব। হাজার রিপিটেশানেও আনন্দ পাব। এবং এই এত কিছুর জন্যই ওঁর বইয়ের রিভিউ করতে গেলে কোনভাবেই আমাদের পক্ষে আনবায়াসড থাকা সম্ভব নয়। তাই বলব পার্টিকুলার এই এপিসোডটা আপনারা শুনুন বইটার প্রিভিউ হিসাবে। সিনোপসিসের সাথে সাথে অল্প দু একটা মন্তব্য। পরের বই থেকে আমরা আবার কাটা ছেঁড়া তে ফিরে যাব। প্রমিস।
পডকাস্ট - সায়ন আনন্দ সেনগুপ্ত
https://www.facebook.com/sayananandasengupta
https://www.instagram.com/gyanodachoron/
অলঙ্করণ - তন্ময় বিশ্বাস
https://www.facebook.com/tonmoy.biswas97/
https://www.instagram.com/tony_art_97/
প্রযুক্তিগত সহায়তা - প্রনীল হালদার
বিশেষ সহায়তা - সৌগত সেনগুপ্ত