Listen

Description

নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের ১৩ তম পর্বে তোমাদের স্বাগত জানাই।
আজকের পর্বটি শুধু শুনবার জন্য নয় বন্ধু, আজকের পর্বে আমার সাথে সাথে তোমরাও অংশগ্রহণ করবে। আজ এই পর্বে আমি তোমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো কষ্টদায়ক স্মৃতি বা মেমোরি কে চিরজীবনের মতো ডিলিট করে দেবো! হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনেছ, আমাদের প্রত্যেকের জীবনে কোন না কোন কষ্টদায়ক ঘটনা বা স্মৃতি থাকে, যেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না, আমরা ভেবে বসি যে তা অসম্ভব, কিন্তু সেটা সঠিক নয় বন্ধু, আমরা কেবলই যে কাজ পদ্ধতিটা জানিনা সেটাকে অসম্ভব বলে মেনে নি এটাই মানুষের প্রবৃত্তি, আজকের পর্বটি রিসার্চ ভিত্তিক এবং এটি NLP অর্থাৎ নিউরো ল্যাংগুয়েস্টিক প্রোগ্রামিং ট্রেনিং এর একটি অংশবিশেষ, গোটা বিশ্বে এই ট্রেনিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। আমি চাই আমার শ্রোতারা তাদের জীবনের কষ্টকর স্মৃতিকে ডিলিট করে একটা নতুন অধ্যায়ে পদার্পণ করুক। শুধু একটাই রিকুয়েস্ট তোমাদের, সেশনটা শুধুই শুনে কিছু বিচার কোরো না, সেখানে বলা আমার প্রত্যেকটা কথা আমার সাথে সাথে ফলো করে যাও, আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের প্রত্যেকের জীবনের কষ্টদায়ক ঘটনা গুলো চির জীবনের মত তোমাদের জীবন থেকে ডিলিট হয়ে যাবে, যাদের সেশনটা একবার শুনে কাজ হল না বলে মনে হবে, তারা অবশ্যই কয়েক সপ্তাহ এই প্রসেশ টা ফলো করবে, কাজ হবেই হবে। যারা যারা আজকের ব্রডকাস্ট থেকেও উপকৃত হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। যদি লাইভ এই সিস্টেমটা এটেন্ড করতে চাও তাও আমার সাথে যোগাযোগ করতে পারো।
তাহলে আর দেরি না করে চট করে শুনে নাও  পডকাস্টের সেশন টা, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম 
https://www.instagram.com/abhishekdubey27 
https://m.facebook.com/abhi723121

জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ