এই ফেলিয়োরের পরে আমাদের অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, যখন আমাদের চারপাশের লোকজন, বন্ধু-বান্ধব, এমনকি কিছু ক্ষেত্রে নিজের মা বাবাও পাশে থাকেন না, কিছু সময়ের জন্য নিজেকে একেবারেই একা মনে হয়, তারপর যখন চারিদিক থেকে নেগেটিভ কমেন্টস আমাদের ঘিরে ধরে, তাহলে এর সমাধান কি?? এই সমস্ত কিছু নিয়ে কথা বলব আজকের পডকাস্ট এ, বন্ধু আমি হলফ করে বলতে পারি যে আজকের এপিসোড শোনার পর ব্যর্থতা কে হারিয়ে এগিয়ে যেতে তোমাদের আর কোন অসুবিধা হবে না, তাই পুরো এপিসোডটা চট করে শুনে নাও। এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম
https://www.instagram.com/abhishekdubey27
https://m.facebook.com/abhi723121