Listen

Description

“আবার সে এসেছে ফিরিয়া” না, পাগলা দাশু নয়, UPI ।  দাশুর খ্যাপামি গল্পে আমরা যেমন দেখি মঞ্চ থেকে বেরিয়ে গিয়েও আবার চলে আসে পাগলা দাশু, তেমনিই আবার UPI এর  আরও একটা এপিসোড। এবং এই এপিসোডে আমরা UPI এর এমন এক ফিচার নিয়ে কথা বলব যে EMI এর মতন বার বার ফিরে আসে। তবে শুধু UPI নয় , এই এপিসোডে UPI এর পাশাপাশি ডেবিট কার্ড , ক্রেডিট কার্ডের এই একই ফিচার নিয়ে কথা বলব।