এতদিন আমরা যখন অনলাইনে কেনাকাটা করেছি , জেনে বা না জেনে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ করেছি বিক্রেতার ওয়েবসাইটে। অনেক সময়েই দেখা যায় কোন কারনে এই সাইটের সুরক্ষা ভেঙে গেলে অর্থাৎ সাইট হ্যাক হলে বিক্রেতার বিভিন্ন তথ্যের সাথে ক্রেতার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট , সিভিভি দুষ্টচক্রের হাতে চলে যায়। সেখান থেকে বেআইনি কেনাকাটা হয়ে যাওয়াও আশ্চর্যের কিছু না। ভারতীয় কার্ড হোল্ডারদের এই ধরনের বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টোকেনাইজেশন পরিসেবা চালু করার নির্দেশিকা জারি করেছেন। তাহলে কি ব্যাঙ্কে লাইন দিয়ে টোকেন তুলতে হবে এবার ?
আজকের আলোচনা সেটা নিয়েই ।