আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং বলতে শুধু ফেসবুকে বুস্টিং বা অ্যাড দেয়াকে বুঝি। সময়ের সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং কিন্তু সকল সেক্টরকে দখল করে নিয়েছে। ডিজিটাল মার্কেটিং শিখে এখন নিজের ব্যবসার মার্কেটিং এর পাশাপাশি চাইলে ফ্রিলান্সিং সেক্টরে কাজ করে ইনকাম করা যায় এবং বড় ছোট কোম্পানি গুলোতে ডিজিটাল মার্কেটিং সেক্টতে জবও করা।
একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে ফ্রিল্যান্সিং এবং চাকরী করে কি ভাবে আয় করবেন এই বিষয়টি নিয়ে এই Podcast এ আলোচনা করা হয়েছে। আর আপনি ১টি মাত্র কোর্স করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চাইলে জয়েন করুন All In One Digital Marketing এই কোর্সটিতে ➤ https://www.msbacademy.com/course/digital-marketing-masterclass