ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে Fiverr নতুনদের জন্য একটি অসাধারণ মার্কেটপ্লেস। কারণ এইখানে আপনার যেকোনো স্কিল সহজেই সেল করে আপনি ইনকাম শুরু করতে পারবেন। কিন্তু দুঃকজনক হলেও সত্যি, নতুন অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে সম্ভাবনাময় এই মার্কেটপ্লেসে ভালো করতে পারছে না। তাদের জন্যই মূলত আজকের এই এপিসোড।
আর ফাইভার মার্কেটপ্লেসে সফল হওয়ার জন্য ক্রিয়েটিভ কাজ শিখে সার্ভিস দিতে চাইলে আমাদের ফাইভার সাকসেস কোর্সটি করে ফেলুন। ১৮ রকমের কাজ শিখানোর পাশাপাশি স্টেপ-বাই-স্টেপ ফাইভার মার্কেটপ্লেসের সব কিছু শিখানো হয়েছে। কোর্স লিঙ্কঃ https://www.msbacademy.com/course/fiverr-success