Shopify-কে বলা হয় All in One ই-কমার্স সলুশন। যেখানে কোন কোডিং ছাড়াই খুব অল্প সময়ে একটা ফুল ফিচারড ইকমার্স সাইট তৈরি করে ফেলা যায়। আলাদাভাবে হোস্টিং কেনা কিংবা সাইট মেনেজমেন্টের জন্য কোন টেকনিক্যাল নলেজে লাগে না। আর এই কাজের ডিমান্ড মার্কেটে প্রচুর এবং কম্পিটিশন তুলনামূলক অনেক কম।
তাই কোডিং ছাড়াই ফ্রি অ্যান্ড পেইড থিম দিয়ে স্টোর তৈরি, পেজ বিল্ডার দিয়ে ডিজাইন, প্রোডাক্ট ইম্পোর্ট এবং আপলোড, ড্রপশিপিং-এর জন্য প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট মার্কেটিং ও অর্ডার ম্যানেজমেন্টের সবকিছু শিখতে জয়েন করুন আমাদের এই বেস্টসেলিং Shopify Masterclass কোর্সে ➤ https://www.msbacademy.com/course/shopify-masterclass-in-bangla