Listen

Description

~ আমার এই আঁধার আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি
ছিল সবই তোমার ই, আছে আজও তোমার
আঁধারের নির্জনতায়!

এই নিঝুম রাতে একা আমি,
জানালার পাশে দাঁড়িয়ে।
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসি. শুধু তোমায় ভালোবাসি!
এখনও শুধু তোমায় ভালবাসি।