Listen

Description

~ বাতাস আকাশে গেলো নিয়ে
নিয়ে, ছেড়ে দিলো নিচে
বাতাস, আকাশে, নিয়ে দিলো নিচে ছেড়ে
আমি মেঘেদের ছুয়ে...
কে জানে ছিটকে পড়বো কোথায়, কোন যে সাগরে?
চোখে শুধু সূর্য ভাসে, নীল আকাশের পিছে
তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা
আমি মেলবো না একটাকেও , পড়ে যাবো এই ঝড়ো বেগে
কেউ ধরো না ধরো না এই আমায়, কেউ নিও না এই সুখ কেড়ে
কেউ ধরো না ধরো না এই আমায়, আমি জানতে তো চাইনা আমি কে?

এতো তো কখনো লাগেনি ভালো, হারাতে নিজেকে
যাক থমকে সময় শূন্যতাতে, নিস্থব্ধ নিরালয়এ ,
আমি চাই না তো, খুজে পেতে আমাকে
দেখো এই আমায়, মুক্ত আকাশে
তবুও লাগে না ভয়, সাথে থাকতেও জোড়া ডানা
আমি মেলবো না একটা ডানাও , যা হবার তা হবে
আমি মেলবো না একটা ডানাও , যা হবার দেখা যাবে
কেউ ধরো না ধরো না এই আমায়, কেউ নিও না এই সুখ কেড়ে
কেউ ধরো না ধরো না এই আমায়, আমি জানতে তো চাইনা আমি কে?

Vocal : Fahriar Nibir & Shahriar Hisham
Acoustic guitar : Fahriar Nibir
Ukulele : Shahriar Hisham

Youtube link : www.youtube.com/watch?v=daRi4evHmhI