Listen

Description

বুয়েট থেকে বের হয়ে একজন স্বপ্ন দেখলো যে সে দেশের জন্য কিছু একটা করবে দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখবে। সবার মতো শ্রোতে গা ভাসিয়ে বিদেশে পাড়ি জমাবে না। তারপর সেই স্বপ্নের যাত্রা শুরু হলো, রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড কোম্পানির মাধ্যমে। সেই কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় এনার্জি কোম্পানি ভাবা যায়! তারপর গড়ে তুললেন স্কলার্স ইউনিভার্সিটি এবং রিভেরী স্কুল। এই জার্নিটা মোটেও সহজ ছিল না। জার্নিটা সহজ ছিল না দেখেই তো আমাদের উদ্যোক্তা কথা। তাদের গল্পটা শোনার জন্যই তো আমাদের এত আয়োজন। আজকের পর্বের অতিথি মো: আরিফুল হক শুহান ভাইস চেয়ারম্যান রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড।