মানুষ বাঁচে অনিশ্চিত এক সময়ের মধ্য দিয়ে। সে জানেনা, তার ভবিষ্যত কত'টা আনন্দের অথবা কত'টা বেদনার। এই না জানা ভবিষ্যতকে মানুষ তার পুরাতন অভিজ্ঞতা দিয়ে কল্পনা করতে করতে ভেতরে ভাংতে থাকে। সে ধরেই নেয়, তার জীবন সুন্দর নয়। অথচ, মানুষ চাইলেই তার জীবনকে সুন্দর করতে পারে। এর জন্য সবচেয়ে বেশি জরুরী হলো সবকিছুকে সহজভাবে গ্রহণ করা, নিজেকে নতুন ভাবে তৈরী করা। ঘুরে দাঁড়ানো। নতুন করে শুরু করে। মূলত মানুষের আত্মার উন্নয়ন ঘটলেই মানুষের জীবন সুন্দর হয়। জীবনের এমন সহজ দর্শনেই বিশ্বাসী আসাদুজ্জামান জীবন, একজন জীবনমুখী লেখক। আজকের গল্পগ্রাফির আলোচনায় শুনুন জীবন নিয়ে আসাদুজ্জামান জীবনের সাধারণ অথচ অসাধারণ উপলব্ধি।