একজন মায়া ছড়ানো মানুষের গল্প। গল্পগ্রাফি। Badal Syed গল্পগ্রাফির আজকের অতিথির নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কিন্তু বাদল সৈয়দ নামেই তিনি বেশি পরিচিত। কেবল লেখালেখিই নয়, বিভিন্ন দাতব্য কর্মকান্ডের সাথেও যুক্ত এই মানুষটি। তাঁর সিগনেচার উক্তি হলো "আসুন মায়া ছড়াই"। পেশায় তিনি একজন কর কমিশনার। কাজের চাপ থাকা সত্ত্বেও একে একে নিয়েছেন "পে ইট ফরওয়ার্ড" এবং "অনেস্ট" এর মত মহৎ উদ্যোগ। তার "পে ইট ফরওয়ার্ড" মূলত ঝরে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পড়াশোনার সুযোগ করে দেয়ার কাজ করে। 'অনেস্ট' শপের মাধ্যমে গড়ে তুলছেন উদ্যোক্তা। চাকরি, চ্যারিটেবল কাজের পাশাপাশি লিখে চলেছেন বই। এখন পর্যন্ত উপন্যাস, থ্রিলার, মোটিভেশনসহ বিভিন্ন ধরণের বই লিখেছেন প্রায় ১৬ টি। তাঁর সবথেকে পছন্দের পরিচয় তিনি একজন লেখক। গল্পগ্রাফির গল্পে গল্পে উঠে এসেছে তাঁর লেখার পিছনের অনেক গল্প এবং পাশাপাশি লেখার কিছু নিজস্ব টেকনিক নিয়েও তিনি কথা বলেছেন। গল্পগ্রাফির এই পর্বে বাদল সৈয়দের জীবন কে আয়নার সামনে দাঁড় করিয়েছেন সঞ্চালক রাতুল খান।