CEO হতে চাইলে এই ভিডিওটি মাস্টওয়াচ । Rezaul Hossain । Mahmudul Hasan Sohag সাফল্য নির্ভর করে কাজের আগ্রহের ওপর। আগ্রহ না থাকলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না। এটা কোনো প্রতিষ্ঠানের সিইও’র ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি সত্যি ঐ প্রতিষ্ঠানে কর্মরত অন্য সদস্যদের জন্যেও। সিইও হিসেবে সাফল্য অর্জনের এরকম ৩টি সূত্রের কথা ‘Jack: Straight From The Gut’ বইয়ে উল্লেখ করেছেন বিখ্যাত GE কোম্পানির সিইও Jack Welch।
বইটির কন্টেন্ট এবং প্রাসঙ্গিকতার কারণে বিশ্বজুড়ে সমাদৃত এবং পঠিত হচ্ছে বইটি। সেই বই নিয়েই ‘বইকথা’র আলোচনা হলো রেজাউল হোসেন-এর সঙ্গে। রেজাউল হোসেন একজন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, বহুমাত্রিক দূরদর্শী কর্পোরেট লিডার। ২৭ বছরেরও বেশি সময় ধরে টেলিকমিউনিকেশন, আইসিটি এবং ডিজিটাল মানি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন সেলস, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ইন্টারন্যাশনাল রোমিং, লজিস্টিকস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে।
তাঁর সিদ্ধান্তমূলক নেতৃত্ব বিকাশকে পাঁচ বছরের মধ্যে ২২ মিলিয়নেরও বেশি গ্রাহক অর্জন করতে সাহায্য করেছিল; যা এটিকে গ্রাহক, এজেন্ট এবং লেনদেনের সংখ্যার দিক থেকে "বিশ্বের বৃহত্তম এমএফএস" প্রতিষ্ঠান হিসাবে পরিণত করেছে।
ক্যারিয়ারের দীর্ঘ দৌড়ে জিততে চায় কিংবা সিইও হওয়ার স্বপ্নে বিভোর এমন যে কোনো মানুষের অবশ্যই দেখা উচিত আলোচনাটি।