Listen

Description

শুভাশীষ ভৌমিক ২০১৯ সালে তার একমাত্র ছেলে ঋতুরাজ ভৌমিক কে নিয়ে ‘বাপ কা বেটা’ নামের ব্যান্ড গড়েন। আপনারা এই বাপ বেটাকে হর-হামেশাই সামাজিক মাধ্যমে গান গাইতে দেখেছেন। আপনাদের ভালোবাসায় বাপ-বেটা আমাদের দেশের বাবা ছেলের মধুর সম্পর্কের আইকন হয়ে উঠেছে। প্রায়ই শুভাশীষ ভৌমিক বলেন, আমি চাই আমার সন্তান সবকিছু Explore করে দেখুক। একটি সিরিজ বই লিখে ঋতুরাজ কীভাবে গিনেজ রেকর্ড করল? বাবা হিসেবে শুভাশীষ ভৌমিক কীভাবে প্যারেটিং এর মতো কঠিন বিষয় অনায়াসে সামলাচ্ছেন? সত ব্যস্ততার মাঝেও এত কিছু কীভাবে সম্ভব হচ্ছে? এরকম আরো, আপনাদের মনে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দিতেই, ১১ তারিখ সন্ধ্যা ৭ টায় এবারের গল্পগ্রাফিতে হাজির হচ্ছে Bap Ka Beta।