বই পড়ে বদলে যাওয়া জীবনের গল্প - গৌরাঙ্গ হালদার বই পড়ে কী হয়? সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। দেউলিয়া না হলেও আরও কিছু কী কী হওয়া যায়, কেউ ঠিকভাবে বলে দেয় না। তবে বলে না দিলেও এটাই সত্যি, বই পড়া বদলে দিতে পারে একটা জীবন। সৃজনশীল মানুষমাত্রই জ্ঞানের রাজ্যের সঙ্গে যুক্ত থাকার অবারিত আকাঙ্ক্ষা। ‘গল্পগ্রাফি’র এবারের অতিথি গৌরাঙ্গ হালদারও এমনটাই বললেন। শোনালেন জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা। শোনালেন বইয়ের মধ্য দিয়ে সাধারণ গৌরাঙ্গের সঙ্গে লেখক গৌরাঙ্গের সেতুবন্ধনের গল্প। কী করেননি তিনি জীবনে? সেখান থেকেই আজকের প্রথমা বুক ক্যাফের ইনচার্জ। সারাক্ষণ বইয়ের ভূবনে বাস করা এই মানুষটির নিজেরও প্রকাশিত হয়েছে ৫টি বই। গৌরাঙ্গ হালদারের জীবনের গল্প শোনা তাই নিঃন্দেহে আনন্দের।