পার্সনালিটি টাইপ অনেক ভাবেই আমাদের কাজে লাগতে পারে – প্রথমত নিজেদেরক ভালোভাবে বোঝার ক্ষেত্রে এবং নিজের জায়গা থেকে অন্যকে বোঝার ক্ষেত্রে। আমাদের সব গ্যাপের রুট আসলে বুঝা এবং না বুঝা। আমি বুঝতে পারি না বা বুঝাতে পারি না। কেউ আমাকে বুঝে, কেউ হয়তো বুঝে না। আমি কাউকে বুঝি, কাউকে হয়তো বুঝি না। যে বুঝতে পারে এবং বুঝানোতে যত দক্ষ, তার লাইফে সমস্যাও দেখবেন তত কম। এই দুইটা জায়গা ঠিক থাকলে আমাদের প্রতিদিনের জীবন যাপনটা আরও অনেক ভালো এবং স্বাচ্ছন্দ্যময় হবে। নিজেকে ভালো ভাবে বোঝা এবং নিজের জায়গা থেকে অন্যকে বুঝতে পারাটা আমাদের পার্সনাল লাইফ, ম্যারিচুয়াল লাইফ, জব, বিজনিস প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। এটার জন্য MBTI অনেক ভাল একটা টুলস।