Joy Shahriar, পুরো নাম কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়। ১৯৮৫ সালের ১৯শে সেপ্টেম্বর জন্ম নেয়া এই ব্যক্তির বেড়ে ওঠা ঢাকায়। তাই তাঁর সৃষ্টিকর্মে সোডিয়াম ভেজা এই শহরের ইট-কাঠের ঘ্রাণ লেগে থাকে সবসময়। বর্তমানে তিনি গান ছেড়ে লেখালেখিতে এসেছেন। কিন্তু কেন আসলেন? তা সহই উনার গানের কথা, বইয়ের কথা, ছড়ার কথা নিয়েই আলোচনা করেছেন রকমারি আয়োজিত গল্পগ্রাফিতে।