রবীন্দ্রনাথ যেভাবে আজও প্রাসঙ্গিক । Mahmudul Hasan Sohag । Atiur Rahman । Boikotha
দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন তিনি, দেখেছিলেন যুদ্ধের কুফল। তাঁর মৃত্যুর পর প্রায় আশি বছর পেরিয়ে গেলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। কবিতা, গল্প, নাটক , উপন্যাস আর প্রবন্ধ মিলিয়ে কোথায় পড়েনি রবীন্দ্রনাথের পদচিহ্ন? কোথায় তাঁর ভাবনা বিকশিত হয়নি গাছের শেকড়ের মতো? কৃষির উন্নয়নে তিনি শুধু কৃষককে নয়, বিজ্ঞানী ও বিদ্বানকেও ভেবেছিলেন এক ছায়াতলে। সেই সময়েই তিনি ভেবেছিলেন জলবায়ু পরিবর্তন নিয়ে। শিক্ষা, অর্থনীতি ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথ ছিলেন সবার চেয়ে আধুনিক। এমনকি এখনো তাঁর চেয়ে আধুনিকতর মানুষ বিরল। উন্নয়ন ও সমবায় নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা ছিলো বিস্ময়কর। অনেক অর্থনীতিবিদের চেয়ে অগ্রসর। নিজের বিদ্যায়, বুদ্ধিতে ও যোগ্যতায় রবীন্দ্রনাথ প্রিয় হয়ে উঠেছিলেন তাঁর মুসলিম প্রজাদের কাছেও। কিন্তু আধুনিক বিশ্বের এই সংকটকালে আজ তিনি কী করে প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথের ‘সমবায়নীতি’ এবং ‘আত্মশক্তি’ বই দুটির নিরিখে তা নিয়েই আলোচনা হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, লেখক, রবীন্দ্রপ্রেমী এবং গবেষক ডক্টর আতিউর রহমানের সঙ্গে। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে সচেতন এবং চিন্তিত যে কোনো মানুষের জন্য আলোচনাটি হতে পারে যথেষ্ট ভাবনার খোরাক।