যাকে বলা হয় শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াব্যক্তিত্ব; তিনি হলেন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী। ১৯৪২ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ জন্ম নেয়া এই মানুষটি মাত্র আঠারো বছর বয়সে পা রাখেন পেশাদার বক্সিংয়ের জগতে। ক্যারিয়ারের শুরুতেই ১৯৬০ সালের রোম অলিম্পিকের লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে তিনি স্বর্ণপদক জিতেছেন। সেটা ছিল মাত্র শুরু, মাত্র ২২ বছর বয়সে তিনি প্রথমবারের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। সেই ম্যাচ জেতার কিছুদিন পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল ক্যাসিয়াস ক্লে; মুসলমান হওয়ার পর তিনি মুহাম্মদ আলী নাম গ্রহণ করেন এবং বলেন, “ক্যাসিয়াস ক্লে ছিল আমার ক্রীতদাস নাম”। মুহাম্মদ আলীর বৈচিত্রময় জীবনের গল্প তুলে এনেছেন হেনা ইয়াসমিন আলি তার বই "The Soul Of A Butterfly" বইয়ে। এই বই নিয়েই আজকের বইকথা। আজজের এপিসোডে "The Soul Of A Butterfly" বইয়ের আলোকে মুহাম্মদ আলীর চিন্তা চেতনা নিয়ে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টার এর চিফ বিজনেস অফিসার মো. তাজদীন হাসান। সঞ্চালনায় ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। যারা ভাবতে পছন্দ করেন তেমন মানুষের জন্য আলোচনাটি হতে পারে যথেষ্ট ভাবনার খোরাক।