গণিত শিখিয়ে ২৭ লাখ ফলোয়ার | Ratul Khan @MottasinPahloviBUETian শিক্ষার্থীদের কাছে গণিতকে মজার ও উপভোগ্য করে তুলতে যে কজন মানুষ কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে মোত্তাসিন পাহলভীর নাম প্রথম দিকেই আসবে। ছোটবেলায় বাবার কাছে গণিতের নানা রকম কৌশল শিখতে শিখতে ভালোবেসে ফেলেন গণিতকে। এরপর আর থামেননি। নিজে গণিত ভালো করে শিখেছেন, আর সেই শিক্ষাটাই ছড়িয়ে দিতে চান বাংলাদেশের আনাচে-কানাচে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন অবিরাম। ফেসবুক, ইউটিউব এবং নিজস্ব ওয়েবসাইট মিলিয়ে বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২৭ লাখ ছাড়িয়ে গেছে! অন্যদের মতো মোত্তাসিনও বিশ্বাস করেন, ভালো করে গণিতটা বুঝতে গেলে আগে বেসিক ক্লিয়ার করে নেয়ার কোনো বিকল্প নেই। কিন্তু অন্যদের চেয়ে মোত্তাসিনের স্ট্র্যাটেজি কিছুটা আলাদা। তাঁর মতে, বিভিন্ন কৌশলের মাধ্যমে আগে গণিতের মজাটা টের পেতে হবে। তারপর ধীরে ধীরে গভীরতর পর্যায়ে প্রবেশ করতে হবে। তাঁর ছোটদের জন্য লেখা 'গণিতের জেমস বন্ড' এবং 'অঙ্কের জাদুকর' বইগুলো ছোটদের গণিতের প্রতি ভালবাসা বাড়িয়ে দেয়। চাকুরি প্রার্থীদের মধ্যে Magic Math বইটি খুবই জনপ্রিয়। এছাড়াও তিনি নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইনফিনিটি গণিত, ইনফিনিটি উচ্চতর গণিত, ইনফিনিটি পদার্থবিজ্ঞান, ইনফিনিটি রসায়ন বই লিখেছেন। বর্তমানে স্বল্পমূল্যে সকলের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছানোর লক্ষ্যে কাজ করে চলেছেন গল্পগ্রাফির এবারের অতিথি মোত্তাসিন পাহলভী। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রত্যাশী সবার জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ।