সাতক্ষীরায় বড় হওয়া ছেলে । স্বপ্ন ছিলো দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে পড়ার । অদম্য ইচ্ছাতে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন । কিন্তু তার নেশায় রয়ে গেছে পড়ানো ! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এডুকেশনাল প্ল্যাটফর্ম উদ্ভাসে ৩২০০ এর অধিক ক্লাস করিয়েছেন । হ্যাঁ , তিনি আর কেউ নন তিনি সবার প্রিয় অর্ঘ্য ভাইয়া । অনেকে আবার অর্ঘ্য স্যার বলেও ডেকে থাকেন । তার শিক্ষকতা এবং ডিগ্রি ধারী জীবনের নানা খুনসুটি ময় ঘটনা উঠে এসেছে আজকের এই গল্পগ্রাফি’শো তে ।