এমন কোনো দম্পতির কথা কল্পনা করুন, যাদের নতুন বিয়ে হয়েছে, অথচ নতুন আসবাব কিনে সংসার সাজানোর স্বপ্ন পূরণ হচ্ছে না। কিংবা এমন কোনো তরুণী, যার পছন্দের লেহেঙ্গাটি কিনতে পারছে না অর্থাভাবে। কিন্তু উভয়ই নিজেদের স্বপ্ন ও চাহিদা মেটাতে পারেন, যদি কম দামে কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যান। ঠিক এমনই একটা এফ-কমার্স গ্রুপ রিসাইকেল বিন, গ্রুপ খোলার তিন দিনের মধ্যেই যার সদস্য সংখ্যা ছাড়িয়ে যায় ৬০,০০০। আর বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় দশ লাখের বেশি। নিজস্ব একক উদ্যোগ দিয়ে শুরু, এখন ১৬ জনের টিম। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার সেকেন্ড হ্যান্ড পণ্য কেনা-বেচার এই গ্রুপটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে মানুষের প্রিয় গ্রুপের তালিকায়। শুরু থেকে এখন পর্যন্ত পথ চলা, কর্মকান্ড, বাধা-বিপত্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গল্পগ্রাফির এবারের পর্বে কথা বললেন ‘রিসাইকেল বিন’ গ্রুপের উদ্যোক্তা ফ্লোরিডা শারমিন সেতু। যারা এফ-কমার্সে গ্রুপ এবং পেইজের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনার কথা ভাবছেন, তাদের জন্য ভিডিওটি মাস্ট ওয়াচ!