Listen

Description

ময়মনসিংহে বেড়ে উঠা ছেলে। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করেছেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান বিদেশে। ইংরেজি ভাষা শিক্ষার উপর পিএইডি নেওয়ার পর শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন। কিন্তু তার লেখা-লেখির সত্তাটি আস্তে আস্তে আরো প্রখর হয়। ২৫শে মার্চ, সপ্তরিপু’র মতো দুর্ধষ থ্রিলার লিখে বাংলার সাহিত্যকে করে তোলেন আরো সমৃদ্ধ। এতক্ষণ আমরা বর্তমান সময়ের জনপ্রিয় লেখক রবিন জামান খানের কথাই বলছিলাম। তার এই বৈচিত্রময় জীবনের নানা গোড়াপত্তন এর নানাদিকের গল্প শোনাতে গল্পগ্রাফির নতুন এপিসোডে হাজির হচ্ছেন। তাই রোমাঞ্চকর এই পর্বটি দেখুন থ্রিলার মানেই সহিংসতা নয়