ছোটবেলায় পাঠ্য বই ব্যতীত অন্য বই পড়া ছিল বারণ। আশেপাশে ছিল না কোনো লাইব্রেরিও। কে জানত, বইয়ের প্রতি অপরিসীম ক্ষুধা নিয়ে বড় হওয়া এই কিশোর একদিন হয়ে উঠবেন দুই বাংলার একজন জনপ্রিয় লেখক। কিংবা উল্টোভাবে বললে বলা যায়, এমন কারোরই হয়তো এরকম জনপ্রিয় লেখক হওয়ার কথা ছিল। আরশিনগর, অন্দরমহল কিংবা নির্বাসন-এর লেখক সাদাত হোসাইনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু আমাদের ঝুলিতে নেই। সাদাত তাঁর কর্ম, চিন্তা-চেতনা দিয়ে বারবারই আসেন আলোচনায়। এবারের গল্পগ্রাফি-তে তিনি শোনালেন নিজের লেখকযাত্রায় পাওয়া নানা প্রাপ্তি, স্মৃতি, সীমাবদ্ধতা এবং আলোচনা-সমালোচনা থেকে পাওয়া কিছু আবেগঘন গল্প। পাশাপাশি উঠে এলো ওপার বাংলায় তাঁর জায়গা করে নেয়ার অভিজ্ঞতাসহ আরও নানা কিছু। সাদাত হোসাইনের ভক্তদের জন্য, বাংলা সাহিত্যপ্রেমী এবং বইপড়ুয়াদের জন্য আজকের এই আয়োজন।