podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Kupjoler Manush
Shows
Kupjoler Manush
Bonolata Sen - Amaro Porano Jaha Chay বনলতা সেন - আমার পরাণ যাহা চায়
জীবনানন্দ দাস আর রবীঠাকুর সমুদ্রের গর্জনে মিলেমিশে একাকার..
2020-08-29
04 min
Kupjoler Manush
কুপু'র বিয়ের নিমন্ত্রন - পুঁথিপাঠ
অন্য সবার মত কার্ডে ইনভাইট করতে চাইনি আমার বিয়াতে ৷ তাই এই আকাম করছিলাম.. গানটায় মিউজিক দেয়ার কথা ছিল, সময়ের অভাবে পারি নাই ৷ এইটা ডেমো হিসাবে রেকর্ড করছিলাম, এইটাই পরে ইজ্জত বাঁচাইছে ৷ -_- ________________________ শুরুতেই বন্দনা করি আসমান-জমিন যার, তারপরেতে সালাম-আদাব নিও গো আমার ৷ প্রথমেই করজোরে চাইয়া নিলাম ক্ষমা, ভুল-ক্রুটি সব চলো ভুলি বুকে যত জমা ৷ আনন্দের এক সংবাদ দিতে নিলাম সময় চাইয়া, সেই আনন্দ দ্বিগুণ হইবে তোমায় কাছে পাইয়া ৷ ইচ্ছা ছিল এই খবরটা বলিবো সাক্ষাতে, নিজ গুণেতে কৈরো ক্ষমা, সময় নাই হাতে.. পরিবারের সেজো ছেলে নিজ খেয়ালে থাকি, হঠাৎ একদিন হোঁচট খাইয়া আর নাই কিছু বাকি.. হোঁচট খাইয়া বুকের বামে চিনচিন করে ব্যাথা, পরিবারে ভয়ে ভয়ে জানাইলাম সেই কথা ৷ পরিবারের সবাই তখন চিন্তিত হইলো, না জানি কোন কঠিন রোগে সুমনরে পাইলো! এই রোগের কি চিকিৎসা নাই? ছেলে বুঝি মরে, ডাক্তার-কবিরাজ হেকিমের ডাক পড়িলো ঘরে.. ডাক্তার-কবিরাজ হেকিমে কৈলো কানে কানে, সমস্যা কি খুলিয়া কও, ব্যথা কোনখানে? লজ্জার কথা কি বলিবো, ব্যথা হৈলো বুকে, প্রতিদিন রোজ শত-কোটি প্রাণ যায় এই অসুখে.. ডাক্তার-কবিরাজ হেকিমে উঠিলো হাসিয়া, বাপ-মায়েরে ডাকিয়া কয় – “দেখে যান আসিয়া.. আপনার ছেলে মন হারাইছে, বাঁচবে না সে আর, যদি না সেই হারানো মন খুঁজে আনেন তার.. এদিক সেদিক খোঁজাখুঁজি, কোথাও না মেলে, হারানো মন যাইবে পাওয়া কোনখানেতে গেলে? পেরেশানি দেখে সবার মুখ খুলিলাম শেষে, সুমনের মন কে নিয়াছে বললাম অবশেষে.. শাহজামাল মিঞার বাড়িতে পাগলী জুথি’র বাস, সেও তার মন হারাইয়া করছে সর্বনাশ.. দুইজনায় এক শুভ লগনে পরিচয় হইলো, হারানো মন হঠাৎ করে ফিরিয়া পাইলো ৷ অন্তরেতে প্রবল হৈলো চিনচিনে সেই ব্যথা, প্রতিটা মূহুর্তে মনে পড়ে তার কথা.. হাতে হাত রাখিয়া দুপুর সন্ধ্যা হইলো, অঝোরে কান্নার রজনী সাক্ষী রইলো.. পরিবারের গুরুজনে মিটিংয়ে বসিলো, দুই পাগলরে এক করিতে অঙ্ক কষিলো ৷ অঙ্ক ভারী জটিল, তবু মিললো অবশেষে, দুই পরিবার হাত মিলাইলো, বুক মিলাইলো হেসে.. এরপরেতে দীর্ঘ দুইটা বছর অপেক্ষায়, পৃথিবীর দুই প্রান্তে দুইজন অপেক্ষাতে হায়! একজনার বুকেতে আগুন, আরেক বুকে পানি, দুইজনার দুই প্রান্তেতে বাস কে নিভায় আগুনী? অবশেষে অপেক্ষারই প্রহর শেষ হইলো, দুইজনার সাধনা শেষে কাছেতে পাইলো ৷ সেই আনন্দে পরিবারে মিলেমিশে সবে, অক্টোবরের ১ তারিখে একত্রিত হবে ৷ ঢাকারই নিউমার্কেটে এক কনভেনশন সেন্টারে অক্টোবরের ১ তারিখে রাতে শনিবারে ৷ পাড়াপড়শী, শুভাকাঙ্খী, বন্ধু নিয়ে সাথে এক টেবিলে আড্ডা দেবো, পাতে ডাল-ভাতে.. পুরোনো সব গ্লানি ভুলবো জমা যত মনে, আড্ডাবাজি, খাওয়াদাওয়া, সেলফি তুলবো ফোনে.. আড্ডায় পবিত্রতা আসবে বিশেষ একজন পেয়ে, আশির্বাদ করিবে তাহার পঞ্চাশ ছেলে-মেয়ে.. হাজেরা আপা’র গুণগান শেষ হবে না বলে, তার কথা জানাবো তোমায় সেদিন সাক্ষাত হলে ৷ পরিচয় করায়ে দেবো ফাঁকে এক কোণাতে লাল টুকটুক শাড়িতে বসা রাঙ্গা বধুর সাথে.. মঙ্গলবারতা নিয়া বন্ধু স্বয়ং এসো, ভুলক্রুটি মার্জনা দিয়া একটু ভালোবেসো.. - কূপজলের মানুষ ১৪ সেপ্টেম্বর, ২০১৬
2016-10-05
04 min
Kupjoler Manush
Amar Gaye Joto Dukkho Soy - Kupu ft. Papi
কুপু ফিচারিং পাপী - আমার গায়ে যত দুঃখ সয় ছবি - আলিফ
2016-08-16
05 min
Kupjoler Manush
Laag Ja Gaaley (Hindi)- Shreya Ghoshal
যতবার শুনি, হারায়া যাই! এত্তো ড্রিমি একটা গান! প্রথম চাইরটা লাইনের ডেপ্থ অনেক অনেক বেশি! যতবার শুনি, চোখ ডৈলা ডৈলা কানতে ইচ্ছা করে.. (,╯︵╰,) এইখানে একটা ভিডিও শেয়ার করছি, দেখতে পারো ৷ https://www.facebook.com/photo.php?fbid=10208066149226347&set=a.3037555172711.140235.1077947102&type=3&permPage=1
2016-07-11
03 min
Kupjoler Manush
As Long As A Word Remains Unspoken - Longzijun
ঠিক যেই মূহুর্তে আমি আমার ফ্যামিলির সবার হাত ধৈরা বেহেস্তের দরোজার সামনে হাসি মুখে খাড়ায়া থাকুম হাসি হাসি মুখে, আর সাথে সাথে কেউ একজন যহন আইসা বলবো যান্ত্রিক গোলযোগের কারনে আমার নাম লিস্টে ভুল আসছে, আমার রাস্তা অপজিট সাইডের রোড দিয়া গেছে, ঠিক সেই মূহুর্তে যহন আমার ছোট-বড় ভাই-বৈন-কাজিনেরা আমার হাতে এক পোটলা চাইল আর বালু ধরায়া দিয়া কৈবো "যা ভাই, ক্ষিদা লাগলে দোজখের আগুনে ভাইজা মুড়ি ফুটায়া খাইস", এবং ঠিক যেই মূহুর্তে বাপ-চাচা-মা-খালা সহ সব আত্মীয়রা করজোরে তালি দিয়া কৈবো "কৈছিলাম না! আমাত্তে তুমি বেশি বুজো?", ঠিক সেই মূহুর্তে মুখ ঘুরায়া দোজখের রাস্তায় হাটার সমে ব্যাকগ্রাউন্ডে কি ঠিক লংজিজুনের মত এই টাইপেরই কোনো মিউজিক বাজবো? Facebook Post - https://www.facebook.com/photo.php?fbid=10207734964186928&set=a.10201722135109959.1073741827.1077947102&type=3 Dropbox Download - https://www.dropbox.com/s/7n9nap95cmxx3f9/As%20Long%20As%20A%20Word%20Remains%20Unspoken-Longzijun.mp3?dl=0
2016-05-27
02 min
Kupjoler Manush
Chadni Poshore Ke Amay Shoron Kore - Kupjoler Manush
ফেসবুক পোষ্ট - https://www.facebook.com/photo.php?fbid=10207708336561254 হায় ফ্রান্স.. আসমানে বিশাল ধবধবা চানওয়ালা রাইতে কাউয়া ডাকতে শুনছো? চান্নি রাইতে কাউয়ার ডাক শুনতে চাইলে এইখানে ক্লিক করতে পারো ৷ ক্লিক করার আধা ঘন্টা আগে একটা বা দুইটা বমির ট্যাবলেট খায়া নিতে পারো এক্সট্রা সতর্কতা হিসাবে ৷ Eno বা এ্যান্টাসিড আনায়া রাখতে পারো ৷ কথা - হুমায়ূন আহমেদ https://soundcloud.com/kupjoler-manush/chadni-poshore-ke-amay-shoron-kore-kupjoler-manush?in=kupjoler-manush/sets/nfx0sxhpwbpr আর যদি পিসিতে কাউয়ার ডাক সেইভ করতে চাও, তাইলে এইখানে লিংক - https://www.dropbox.com/s/vg1lpshtpctffqo/Chadni%20Poshore%20Ke%20Amay%20Shoron%20Kore%20-%20Kupjoler%20Manush.mp3?dl=0 চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে? কে আইসা দাড়াইসে গো আমার দুয়ারে? তাহারে চিনিনা আমি, সে আমারে চিনে.. বাহিরে চাঁন্দের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার.. তবু কেন সে আমার ঘরে আসে না? সে আমারে চিনে কিন্তু আমি চিনি না.. সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, “এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়.. ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়া”.. (অরিজিনাল গানটা আমি শুনিনি ৷ এক ছেলেরে গাইতে শুনছি, তার গাওয়া সুরেই আমার কাউয়া কন্ঠে গানটা গাওয়ার চেষ্টা করছি)
2016-05-23
04 min
Kupjoler Manush
Duto Manush - Covered By Kupjoler Manush - দু'টো মানুষ (অঞ্জন দত্ত)
It’s my fiancé’s birthday today. So I made this animated song for her! Watch the animation here - https://www.facebook.com/Ami.Ekjon.Manush/videos/10207502793462805/ এই গানটা নিয়া এনিমেশন করার আমার খুব ইচ্ছা ছিল যেই মূল কারনে, সেইটা হৈলো “স্মৃতি” ৷ সব পাখিই উইড়া যায়, পৈরা থাকে পালক ৷ আমিও একদিন উইড়া যামু, অথবা আমার মনের মানুষটা উইড়া যাইবো ৷ তখন এই গানটা পালকের মত জমিনে পৈরা থাকবো ৷ যদি আমি আগে উইড়া যাই, সে যেন এই গানটা দেইখা আমারে স্মরণ করতে পারে, সেই ব্যবস্থা কৈরা যাওয়া ৷ আমার লেখা প্রচুর গান আছে, যেইগুলা এখন কারো সাথেই কথা কয় না ৷ পাখি উইড়া গেলে তখন সেই গানগুলা সবার লগে কথা কৈবো ৷ এই এনিমেশনটাও কথা কৈবো আমার মনের মানুষের লগে ৷ আমার নানা পাগলামী কর্মকান্ডে সে অতিষ্ট হয়া যাইবো একসময় ৷ মনে মনে আমারে ছাইড়া যাওয়ার কথা ভাববো ৷ নিজেরে খাঁচার ভেতর বন্দি মনে করবো ৷ হুমকি-ধামকি দিবো আর মনে মনে আউড়াইবো – ভালবাসার খাচাঁয় পক্ষী যায় কি রাখা ধৈরা? উইড়া যাইবো খাচাঁর পঙ্খী পালক থাকবো পৈরা.. আর যখন আমার মনের মানুষ আমারে ছাইড়া যাইবো, আমি আউরামু – ভালবাসার খাচাঁয় পক্ষী যায়নি রাখা ধৈরা, উইড়া গেছে কুপু’র পঙ্খী পালক রৈছে পৈরা!.. আর আমগো দুইজনের মাঝখানে এই গানটা ফ্যালফ্যাল কৈরা চায়া থাকবো আর দীর্ঘশ্বাস ফেইলা কৈবো – দু’টো মানুষ! ইশ!! এইভাবে কেউ চলে যায়.. (︶︹︺) ♡
2016-04-29
02 min
Kupjoler Manush
ক্ষুধা নামের বোঝা ঘাড়ে
গানের লিরিক, সুর আর কাউয়া কন্ঠ - কূপজলের মানুষ মূল গানের লিরিক এইখানে - https://www.facebook.com/photo.php?fbid=10207021704955893&set=a.10201722135109959.1073741827.1077947102 এই গানটা আমি আমার বন্ধু "পাপী" রে দিয়া গাওয়ামু ৷ এইটা ডেমো ট্র্যাক করছি ওরে শোনানোর জন্যে ৷ ____________________________ ক্ষুধা নামের বোঝা ঘাড়ে, পাঠায় দিলা ঠগবাজারে.. এখন আমি ঠগ না হৈলে থাকিতে হয় অনাহারে.. থালেতে নাই তরকারী-ভাত, বানায় নিছি দেশ-ধর্ম-জাত.. ওসব বেইচা গড়ছি প্রাসাদ, গরীবেরে কৈরা আঘাত.. এখন আমি ঠগ না হৈলে অনাহারে কাটে দিন-রাত.. ঠকাই আমি যারে-তারে, বাইচা থাকতে এই সংসারে.. বাপ-ভাই-বন্ধু বলি যারে, ভুলি ট্যাকার অহংকারে.. এখন আমি ঠগ না হৈলে ঘুইরা বেড়াই দ্বারে দ্বারে.. অনেক আছে, তবুও নাই, আরো আরো আরো যে চাই! দিয়া জাত আর ধর্মের দোহাই, আরো পাবার ক্ষমতা পাই.. এখন আমি ঠগ না হৈলে ভিক্ষুকের ভিড়েতে হারাই.. ঠগবাজারে আনাগোনা, খুঁজে বেড়াই আসল সোনা.. ফিসফিসানি আলোচনা, কে সাধু সে? কোন সে জনা? এখন আমি ঠগ না হৈলে কূপজলেতেই শেষ ঠিকানা.. ২৬ ফেব্রুয়ারি ২০১৬
2016-03-03
06 min
Kupjoler Manush
কোথাও কেউ নেই - Kothao Keu Nei - Humayun Ahmed - Baker Bhai - হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটকের থিম মিউজিক ফেসবুকে - https://www.facebook.com/photo.php?fbid=10206957099300792&set=a.10204189328188244.1073741834.1077947102 ইন্টারের আগে প্রেমে পড়লাম ৷ এক তরফা প্রেম ৷ উত্থাল - পাত্থাল প্রেম ৷ কৈশোরের প্রেম ৷ তিনমাস পরেই পরীক্ষা ৷ কি করি? প্রেমটা আরো মাথায় ভিত্রে খারাপ ভাবে ঢুকায়া দিলো হুমায়ূন আহমেদের নব্বই দশকের নাটক "কোথাও কেউ নেই" ৷ মোনা আর বাকের ভাই এর অদ্ভুদ প্রেমের গল্প! আমার মাথায় প্যাচ লাগায়া দিলো শালী মোনা ৷ "হৈলেও হৈতে পারতো কেউ" এর চেহারা ৯০ দশকের সুবর্না মুস্তফা'র লগে অনেক মিলে ৷ আমি মোনার জায়গায় তারে দেখতে পাইলাম ৷ মোনার দুঃখ কষ্ট আমার চোখে আইসা ধরা পড়লো ৷ আমি ধারাবাহিক নাটক দেখি, আর কান্দি বয়া বয়া! সেইসব ঘটনা অন্যদিন কমুনে ৷ একে তো কুত্তায় কামড়াইছে, তার উপ্রে মকসুদ জামিল মিন্টু পাগলা গরু হয়া ছুইট্টা আমার দিকে তাইড়া আইলো! এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাইছে সে ঐ নাটকে, আমার মাথামুথা আরো আউলায়া গেলো ৷ এই একটা মানুষের আমি খুব বড় ভক্ত ৷ বাংলাদেশ এই মানুষটার মূল্যায়ন করতে পারে নাই ঠিক মত ৷ সেই ২০০৬ এর দিকে আমি ইন্টারনেটে তার সম্পর্কে তথ্য খুজতে লাগলাম ৷ কোন ছবি বা তথ্য নাই ৷ পরে ফেসবুকে গ্রুপ খুললাম Moksud Jamil Mintu (Instrumental Background Music Composer) নামে ৷ যতটুক তথ্য জোগাড় করা সম্ভব, করলাম ৷ কোথাও কেউ নেই আমার মাথায় অনেক বছর চাইপ্পা থাকলো ৷ এখনও আছে ৷ সেইসময় ২০০৬ এর দিকে আমি পাগল প্রায় হয়া গিয়া FLStudio ওপেন কৈরা বসলাম কোথাও কেউ নেই এর থিম মিউজিকটা কম্পোজ করার জন্যে ৷ আজকে তা শেয়ার করলাম ৷ আমার কম্পোজ করা মিউজিক https://soundcloud.com/kupjoler-manush/6qxbc7zjdkwq অরিজিনাল মিউজিক https://www.youtube.com/watch?v=Xtlj5gwiIMc
2016-02-16
02 min
Kupjoler Manush
ডিয়ার আপনি! - কূপজলের মানুষ
Facebook Post - https://www.facebook.com/photo.php?fbid=10206865401968416&set=a.3037555172711.140235.1077947102 ড্রপবক্স ডাউনলোড লিংক - bit.ly/DearApniDownload ডিয়ার আপনি, আর কতদিন ধরে চাবাবেন ওর মাথাটা? এক নামেতেই ভরে গেলো ইশকুল খাতাটা! আর কবে আপনি বুঝবেন ওর ব্যাথাটা? ডিয়ার আপনি, আর কত পয়সা জমালে পরে কেনা যায়? আর কতটুকু ভালোবাসলে কেউ তাকে পায়? আর কে আছে তার মতো হাসিমুখে বাঁশ খায়? ডিয়ার আপনি, আর কতটুকু ছ্যাচড়ামিতে ফিরে তাকাবেন? ক'টা চুলে পাক ধরলে বিশকুট - চা খাবেন? আর কতদিন না খেয়ে রাত্রে রাখাবেন? ডিয়ার আপনি, আর সামলানো যাচ্ছে না মন, মাথা-চোখ-কান.. এবার আপনিই দিন বাতলে একটা সমাধান, আর যাচ্ছেনা থাকা সমাজে নিয়ে সম্মান.. ডিয়ার আপনি, কেন রাত্রি বাড়তে থাকলে ঘুমটা পালায়? ঐ কূপজলের কুপু ছ্যাড়াটা বড্ডো জ্বালায়, সারাদিন বাজে বকে আর দাঁত বের করে ক্যালায়! ১ ফেব্রুয়ারি ২০১৬ ________________________ বন্ধু জেনি'র জর্মোদিনে ওর "ডিয়ার আপনি" সিরিজের স্ট্যাটাসের "ডিয়ার আপনি" নিয়া গান.. :) ♡
2016-02-02
03 min
Kupjoler Manush
যা লয় তোমার মনে - অর্নব (খুব ডুব)
অর্নবের কন্ঠে সৈয়দ শাহ নূরের গান তারে ভাবলে কি আর জুড়ায় রে প্রান না দেখলে নয়নে রে বন্ধু কর রে বন্ধু যা লয় যা লয় তোমার মনে ।। ঘরে ঘরে প্রেম বিলাইলাম যাচিয়া যাচিয়া আমায় সুজন রাখলে শুধু জ্বালাইয়া পুড়াইয়া রে বন্ধু ।। সৈয়দ শাহ্ নূর-এ কান্দে চাড়াল পাড়ায় বইয়া নায়র করিতে রে মানা সুন্দরের লাগিয়া রে বন্ধু ।। তুমি ভিন্ন আমি ভিন্ন করিলা সৃজন আমার বলতে কি ধন আছে রাখতাম তোমার মন রে বন্ধু ।।
2015-10-24
03 min
Kupjoler Manush
আমাদের মা - Recited By Chamon A. Khan
আমাদের মা কে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি..
2015-10-16
03 min
Kupjoler Manush
না বলা ভালোবাসা - বিপাশা হায়াতের আবৃত্তি (মাঝে মাঝে)
মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোন রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে.. মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট ওড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া-পাওয়ায়.. ♡
2015-10-14
01 min
Kupjoler Manush
ভন্ডের গান - আনুশেহ আনাদিল (লিরিক - কূপজলের মানুষ) - ডেমো
এই গানটা আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করার পর আনুশেহ আনাদিল খুব পছন্দ করছিলো এবং নিজে সুর কৈরা কম্পোজ করার ইচ্ছা প্রকাশ করছিলো ৷ সে সকালে গানটা ফেসবুকে দেখছে, সন্ধ্যায় আমারে ৭ মিনিটের ডেমো কম্পোজিশন শুনাইছিলো! ১৫ বছর আগে ২০০০ সালে যেই মানুষ আমারে সর্বপ্রথম লালন আর বাউল গানের সাথে পরিচয় করায়া দিলো, সেই মানুষ আজকে ১৫ বছর পর আমার লেখা গান করতাছে, ভাবতেই ক্যামন লাগে!!! :) এই গানটা আমি এনিমেশন বানামু, তাই মূল গানটা এখনও রিলিজ করা হয়নি ৷ কোনো একদিন হুট কৈরা অনলাইনে রিলিজ করে দিবো আমরা ৷ :) ______________________ ভন্ডে ভন্ডে দ্যাশ খন্ড-দ্বিখন্ড.. ভন্ডের গান লিখলাম.. বাই দ্যা ওয়ে, এই ছবিটাতে কোন ভন্ডামি নাই ৷ My religion is very simple. My religion is KINDNESS. The highest form of wisdom is kindness. :) ________________ ওরে লোকে আমায় ভন্ড বলে, প্রেমবাজারে আনাগোনা, আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" কেউবা ভন্ড ব্যবহারে, কেউবা পিরিতের আশে, আবার দেখো ভন্ড অনেক পয়সা-কড়ির লালসে.. ওরে দেশ পাল্টাইবো ভন্ড নেতা, দিন-রাইত আলোচনা, আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" বাইরে ভন্ড, ঘরে ভন্ড, ভন্ড ভিতর-বাহিরে, ভন্ড মাস্তান-রাজনীতিবিদ ব্যস্ত "পাওয়ার" জাহিরে.. ওরে ধর্মালয়ে দেখো ভন্ড পীর-ফকিরের বন্দনা.. আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" এক ভন্ডে দেশটা চালায়, আরেক ভন্ড অপেক্ষায়, দুই ভন্ডই ফেল কৈরাছে "আস্থা অর্জন" পরীক্ষায়.. ওরা জোঁকের মত রক্ত চুইষা মানুষরে দেয় যন্ত্রনা.. আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" মিথ্যা ওগো কর্মকান্ডে, মিথ্যা চলন-বলাতে, মানুষরে "মানুষ" ভাবে না, ছুড়ি চালায় গলাতে.. ওরা লুটপাটেতে ব্যস্ত অনেক, কারো কথাই শুনবোনা.. আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" ভন্ড সাধু, ভন্ড শাষক, ভন্ড বিরোধীদলে, দাড়িওয়ালা ভন্ড হুজুর মা জাত রে "তেঁতুল" বলে! ওরে ট্যাকাই ওগো ধর্ম সবার, ট্যাকারই আরাধনা, আমি বলি "ভন্ড সবাই, ভালো আবার কোনজনা?" ভন্ডের ভিড়ে কূপের মানুষ সাধু থাকে ক্যামনে, মনেতে ভাবিয়া দেখে ঘোর অন্ধকার সামনে.. ওরে কূপে ডুইবা মরুক ভন্ড, করি সদাই প্রার্থনা.. মনে বলি "ভন্ডের ভয়, জয় করুক সবজনা!" ২৪ মার্চ, ২০১৪ https://www.facebook.com/photo.php?fbid=10202366352134982
2015-10-08
01 min
Kupjoler Manush
অভিশাপ - বুঝবে, সেদিন বুঝবে - কাজী নজরুল ইসলাম
আমার মনের মানুষের জন্যে.. ♡ Facebook video - https://www.facebook.com/video.php?v=10206161548892529 __________________ যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে - বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে - বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে, জাগবে হঠাৎ চমকে! ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুজবে - বুঝবে সেদিন বুঝবে! গাইতে বসে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?" আসবে ভেঙে কান্না! পড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে - বুঝবে সেদিন বুঝবে! আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ.. কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে, উঠবে কাঁদি! বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে - বুঝবে সেদিন বুঝবে! ♡ - অভিশাপ, কাজী নজরুল ইসলাম
2015-10-01
01 min
Kupjoler Manush
অভিমানী চুমুলোভী কুপু'র গল্প By Kupjoler Manush (যদি বলো - Jodi Bolo)
"অভিমানী চুমুলোভী কুপু'র গল্প" গানের ভিডিওঃ https://www.facebook.com/Ami.Ekjon.Manush/videos/10205061556473406/ This is a song I've written, composed music, sang and made the animation for a very special person. It's her birthday today, so I was working on it for so long, about a month. :) আমি Karma তে বিশ্বাস করি ৷ যা করবা, তা ফেরৎ পাইবা ৷ লাইফে হাজারবার হাজারটা জিনিষ ফিরা পাইছি যা অন্যেরে দিছি একসময় ৷ কোন এক কালে কোন এক মানুষরে উজার কৈরা ভালোবাসছিলাম, সেই মানুষ সেইগুলা ডানো'র ডিব্বায় ভৈরা ভৈরা জমায়া একদিন কমোডে ফ্লাশ কৈরা দিছে ৷ আমি ঠিক যেইরকম পাগলের মত ভালোবাসছিলাম, সেইটা কয়েকগুণ হয়া আমার লাইফে আবার ফিরা আসছে আরেকজনের মাধ্যমে ৷ গানটা আমার লেখা ৷ খুব আনন্দ সহকারে লিখছি ৷ গানটা ভ্যিজুয়ালাইজ করার প্ল্যান ছিল এনিমেশন দিয়া, সময়ের অভাবে পারিনি ৷ মিউজিক আমারই কম্পোজ করা, বেসুরা গলায় গায়াও ফেলছি ৷ লাস্ট গান রেকর্ড করছিলাম ২০০৮ বা ২০০৯ এ ৷ এরপর আর কোন গান সফটওয়্যার দিয়া রেকর্ড করা হয় নাই ৷ বেসুরা হৈলেও প্রাণের মানুষের জন্যে গাওয়া ৷ মূল সুর চন্দ্রবিন্দুর যদি বলো নামের একটা গানের সুর থেকা ইন্সপায়ার্ড হয়া করা ৷ তাগো অনুমতি নেওয়ার জন্যে ঘুরাঘুরি করছিলাম, কোন যোগাযোগের মাধ্যম পাইনি ৷ এনিমেশন বানাইতে নেট থেকা অনেকের ছবি ডাউনলোড করতে হৈছে, সবার কাছে কৃতজ্ঞ ৷ পুরা কাজটা করতে যায়া তারে একদমই সময় দেওয়া হয় নাই ৷ সে খুব দুঃখ পাইছে, কিন্তু আমারে সরাসরি কিছু বলে নাই ৷ কিন্তু প্রতিদিন সে খুব বিরক্ত করছে যখন আমি কাজটা নিয়া বসছি ৷ -_- চিল্লাফাল্লা কৈরা তারে বলতে হৈছে যে আমি এখন কাজ করতাছি, কথা বলতে পারুম না! বেচারি দুঃখে আধমরা হয়া গেছে প্রতিবার ৷ প্রাণের মানুষ প্রাণে থাকুক সারাজীবন.. শুভ জন্মদিন! :* ♡ ______________________ যদি বলো, "ওঠ!" রিক্সায় উঠে যাবো আমি.. রিক্সার হুড ফেলে বৃষ্টিতে ভিজে পাগলামি.. যদি বলো, "নাম!" না দেখেই ডান আর বাম, নেমে যাবো আমি, শুনবো না বললেও "থাম!" ভয় পেয়ে তুমি যাবে মিছে, রিক্সা ছুটবে আমার পিছে, ডাকবে পিছু, "উঠে আয় সোনা!" আমি কোনো কথা শুনবোনা.. যদি না বলো হাত পেতে, "উঠে আয়, চুমু দেবো খেতে!" :/ --------------------- যদি বলো, "থাম!" নিউমার্কেটে যাবো থেমে, দুই টাকা দিয়ে বেলি ফুল এনে দেবো নেমে.. ^_^ অভিমান ভুলে, পরিয়ে দেবো তোমার চুলে, যদি না চাও নিতে, ফেলে দেবো ডাস্টবিনেতে.. -_- মন খারাপ করবে তুমি, কেঁদেও ফেলবে তক্ষুনি, :'( আমারও অভিমানে কাঁদবে মন, দু'জনে চুপচাপ কিছুক্ষন.. :/ যদি না বলো, "সরি! এক্ষুনি চুমু খেতে পারি!" :D ------------------------ যদি বলো, "চল!" উঠে যাবো কোনো এক বাসে.. নেবো দু'টো সিট, বসবি তুই আমারই পাশে.. যদি বলো, "থাম!" না দিয়েই টিকিটের দাম, নেমে যাবো আমি, রাস্তাতে লাগিয়ে জাম.. -_- একা বাসেতে তুমি কেঁদে দিয়ে, বলবে, "আমাকেও যা নিয়ে!" আমি তখন খুক খুক কেশে, শর্ত দেবো মুচকি হেসে.. ^_^ যদি না মেটাও দাবি, "সঙ্গে নে, চুমু খেতে পাবি!" :D ------------------------------- যদি ডাকো, "আয়" নেমে আসবো হাটু জলে, হাত ধরে তোর ডুবে যাবো কূপের অতলে.. যদি বলো, "ছাড়! ডুবু দিতে চাই নাকো আর!" তোকে ছেড়ে পাড়ে, ভাসবো না আর তোর ধারে!.. -_- পাড়েতে বসে একলা মেয়ে, আমার পথে থাকবি চেয়ে, আমি আর উঠবো না ভেসে, কেঁদে দিবি তুই অবশেষে.. :'( যদি না বলো, "উঠ ভেসে! চুমু দেবো তোকে খুব ঠেশে!" :D ______________________ ২২ এপ্রিল, ২০১৫
2015-04-21
06 min