Look for any podcast host, guest or anyone
Showing episodes and shows of

Arijit Banik

Shows

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাPurono Sapath I Sadat Hossain I #কবিতা #কবিতা_আবৃত্তি #NilanjanaChakraborty #ArijitBanik#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক2024-09-3001 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাAmi Jotokhani Apnare Paoner Liga I Arif Hossain I #কবিতা_আবৃত্তি #NilanjanaChakraborty #ArijitBanik#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক2024-09-2903 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাNijer Kachhe Phera I Sadat Hossain I Nilanjana Chakraborty I Arijit Banik Iছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক নিজের কাছে ফেরা কতকাল ভালোবাসা হয় না নিজেকে ! অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে, রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়, যন্ত্রণাতে! কই, এই আমি তো আমায় ছেড়ে যাই নি কোথাও! দুঃখ দিই নি ! ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথৈ জলে। যার জন্য হৃদয় জানল, বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না । কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না। তার জন্য তবু কেন বুক ভাঙল ? গভীর রাতে গহিন কোথাও কুহক ডাকল! এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব। কান্না এবং হাসিটুকু নিজের থাকবে। নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে। উদাস দুপুর, পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে । ইচ্ছেমতো এই আমাকেই ভালোবাসব। ভালো বাসতে বাসতে অন্য মানুষ, আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে! আর কতকাল, দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে ? এবার আমি ভালোবাসব এই আমাকে । আর কতকাল, অনুভূতির মৃত্যু হবে, বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে! এবার তবে অন্ধকারে আলো জ্বলুক, বলুক হৃদয়—মেঘলা দুচোখ আলোয় ভাসতে, অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে!2024-09-2802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাSongsar I Swapnil Chakraborty I Padmamouliswar Aditya I Arijit Banik I Nilanjana chakraborty ISketch - Nilanjana Chakraborty Vocal - Padmamouliswar Aditya Recitation - Arijit Banik কন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক আমি চাইতাম প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য আমাদের দেখা হোক, মাঠ পেরিয়ে হাত ধরাধরি করে অন্তত একবার রেললাইন পার হতে হবে,বৃষ্টিতে ভিজতে হবে,রাত জেগে ফোনে কথা বলতে হবে। তুমি চেয়েছিলে আমাদের একটা সংসার হোক, ছোট্ট রান্নাঘর, শোবার ঘরে দক্ষিনের জানালা, বিকেল বেলায় জানালায় চোখ এলিয়ে আড়াইশো গ্রাম হলুদ,এক কেজি পেয়াঁজ,চারটে ডিমের ফর্দ লেখা । তোমার চাওয়া দেখে আমিও বিপ্লবী হয়ে গেলাম, কিছু একটা করতে হবে বলে রেসের ঘোড়ার মতো ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে আমি এখন অনেক দূরে, আমার আশেপাশে তোমাকে খুঁজে পাচ্ছিনা কোথাও তুমিও এখন দিব্যি অন্য কারো সংসার সাজাচ্ছো,নিঃশ্বাস ফেলার জো নেই। মাঝে মাঝে তোমার শহরে দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসে, আমার ঘরের ইলেকট্রিসিটিও চলে যায় তখন, চোখে জল না আসলেও দুজনেরই কান্না পায়,বুক ভাঙে, আমরা টের পাই,ছোট্ট একটা সংসার বুকের ভেতরেও সাজানো থাকে। সংসার © স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2702 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাProsthan I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Padmamouliswar Aditya I Arijit Banik ISketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik Vocal - Padmamouliswar Aditya ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক কন্ঠ- পদ্মমৌলিশ্বর আদিত্য ছেড়ে চলে যাচ্ছো? যাও। ছেড়ে চলে যেতে নির্দিষ্ট কোনো কারনের দরকার হয় না,জানি। কিন্তু একসাথে দুজনেরই যেদিন ঘর বাধার অসুখ হয়েছিলো? সে অসুখটা সারিয়ে দিয়ে যাও। ছেড়ে যাচ্ছো যাও, আটকানোর আমি কে? কিন্তু যেদিন দিব্যি দিয়েছিলে, আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে যেনো তোমার মৃত্যু হয়? না না,তোমার মৃত্যু হোক আমি চাইছিনা,তুমি শুধু যাওয়ার আগে ওই দিব্যিটা ফিরিয়ে নিয়ে যাও। চলে যাচ্ছো যাও,যেতে বারণ করবোনা,করলেও তুমি শুনবে কেনো? শুধু আমাকে তোমার সাথে কাটানো সব সকাল দুপুর রাতের স্মৃতি ভুলিয়ে দিয়ে যাও। ছেড়ে চলে যাও, যাওয়ার আগে আমার দেয়া সবকটা চিঠি,আমার জেগে থাকা রাত, ধার করা ঘুম, একুশটা চুমু ফিরিয়ে দিয়ে যাও । ছেড়ে চলে যাবে? যাও । তোমাকে কখনো ঘৃণা না করেই বাঁচতে পারবো এমন কোনো ছোট্ট একটা কারণ বলে যাও। ছেড়ে তুমি চলে যেতেই পারো ; বুকের ভেতর শব্দ হলে হোক, চোখের শ্রাবণ মাসে কার কী আসে যায়; তুমি শুধু তোমার বলা সত্যি কথার মতো মিথ্যেগুলোকে অবিশ্বাস করা শিখিয়ে দিয়ে যাও। ছেড়ে চলে যাবে,যাও; পায়ের শব্দে চাপা পড়ে যাক অযুত-নিযুত দীর্ঘশ্বাস, তুমি শুধু আমার নেওয়া প্রতিটি দীর্ঘশ্বাসে তোমাকে আগলে রাখার অভিশাপ দিয়ে যাও। প্রস্থান © স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2603 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাPROSTHANER PARABORTITE I S CHAKRABORTY I NILANJANA CHAKRABORTY I PADMAMOULISWAR ADITYA IARIJIT BANIKSketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik Vocal - Padmamouliswar Aditya ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক কন্ঠ- পদ্মমৌলিশ্বর আদিত্য তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই, অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো; তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি, দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে; তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি, তারাহুরো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি, অথচ আমি কী ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ হোক; তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলী ফুলের মালা বিক্রি করতে আসেনি, রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনো মাথাব্যথা হয়নি, পার্কে কিছুক্ষন বসার জন্য আড়াল খুঁজতে হয়নি। তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই,অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি। -প্রস্থানের পরবর্তীতে স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2502 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাJodi Tumi Phire Na Asho I Shamsur Rahman I Nilanjana Chakraborty I Arijit Banik I #কবিতা_আবৃত্তিছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik যদি তুমি ফিরে না আসো শামসুর রাহমান তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল আমি ভাবতেই পারি না। যখনই ভাবি, হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ প’রে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে, তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলায় সাজটাজ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ীর ঢেউ তুলে,সব অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্দ করে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলেকোঠায় মিশে যাও স্পন্দনে আমার। #nilanjanachakraborty #arijitbanik2024-09-2402 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাBiswas I Humayun Azad I #কবিতা #কবিতা_আবৃত্তি #watercolor #NilanjanaChakraborty #ArijitBanikছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik বিশ্বাস- হুমায়ুন আজাদ জানো, তুমি, সফল ও মহৎ হওয়ার জন্যে চমৎকার ভণ্ড হতে হয়? বলতে হয়, এই অন্ধকার কেটে যাবে, চাঁদ উঠবে, পুব দিগন্তে জুড়ে ঘটবে বিরাট ব্যাপক সূর্যোদয়। বলতে হয়, প্রেমেই মানুষ বাঁচে, বলতে হয়, অমৃতই সত্য বিষ সত্য নয়। জানো, তুমি, মহৎ ও সফল হওয়ার জন্যে ভীষণ বিশ্বাসী হ'তে হয়? বিশ্বাস রাখতে হয় সব কিছুতেই। বলতে হয়, আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি সভ্যতায়, বলতে হয়, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তাই তো এখন সবাই খুব বিশ্বাস করে, চারদিকে এখন ছড়াছড়ি বিভিন্ন শ্রেণীর বিশ্বাসীর। একদল বিশ্বাস পোষে ধর্মতন্ত্রে, চিৎকার মিছিল ক'রে আরেক দল বিশ্বাস জ্ঞাপন করে প্রভুতন্ত্রে। পুঁজিবাদে বিশ্বাসীরা ছড়িয়ে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ও সম্ভাব্য চতুর্থ বিশ্ব ভ'রে। এখন গণতন্ত্রে বিশ্বাস করে এমনকি একনায়কেরা, কী সুন্দর স্তব করে তারা জনতার। আমার শহরের প্রতিটি মস্তান এখন বিশ্বাস করে সমাজতন্ত্রে, বিশ্বাস ছাড়া সাফাল্য ও মহত্ত্বের কোন পথ নেই। আজি জানি সবচেয়ে বিশ্বাসযোগ্য তোমার ওই চোখ আমি জানি সবচেয়ে বিশ্বাসযোগ্য তোমার ওই ওষ্ঠ সবচেয়ে নির্ভরযোগ্য তোমার বিস্তীর্ণ দেহতন্ত্র। তবুও আমি যে কিছুতেই বিশ্বাস রাখতে পারি না। অবিরাম ভূমিকম্পে ধ'সে পড়ে বিশ্বাসের সমস্ত স্তম্ভ। এমন কি মিলনের পর আমাকে জড়িয়ে ধ'রে অন্যমনষ্কভাবে যখন তুমি দূর নক্ষত্রের দিকে চেয়ে থাকো তখন যে আমি তোমাতেও বিশ্বাস রাখতে পারি না। English Translation Faith Humayun Azad "Do you know, to be successful and great, one must be a fantastic vessel? It is said, this darkness will be dispelled, The moon will rise, unfolding vast horizons in the eastern sky, The sun will rise on a grand scale. It is said, in love, people survive! It is said, nectar is the truth, poison is not. Do you know, to be great and successful, one must be fiercely confident? You have to believe in everything. It is said, I am confident, I believe in civilization, It is said, losing faith in humanity is a sin. So, now everyone believes too much, Various classes of believers are spreading everywhere. One group nurtures faith in democracy, Shouting slogans, another group announces faith in autocracy. Believers in capitalism are spreading in the first, second, third, and potential fourth world. Even in democracy, even solitary leaders believe, How beautifully they praise the people. Every street, tough, in my city now believes in socialism, Without belief, there is no path to success and significance. Today I know your eyes are the most trustworthy, I know your lips are the most trustworthy, Your extensive physique is the most reliable. Still, I can't believe in anything. In the continuous earthquake, all the pillars of belief collapse. Even after the enormous intimacy, when you gaze at a distant star Then I can't believe in you even a bit."2024-09-2302 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাTomar Sathei Thaktam I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banikছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik মেঘ থমথম বৃষ্টির জল,মাথাব্যথা জ্বর,প্যারাসিটামল; সব ছেড়ে যায়,তুমিও যাবে। জানতাম। তবুও যখন সন্ধ্যে হতো,বাড়ি ফিরতে,অন্ধকারে; বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম। সত্যি সত্যি চলেই গেলে, ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের দুলে; আমিও চাইলে ভুলে যেতে পারতাম। তবুও তখন সন্ধ্যে হতো,রাস্তাটাও অন্ধকারে; তুমি নেই তো কী হয়েছে,তোমার দেওয়া দুঃখ আছে; তোমার ফিরে আসার সেই রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকতাম। শেষ সিগারেট,লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটে রাখতাম। -তোমার সাথেই থাকতাম ©️স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2201 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাTomar Mon Kharap Hole I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banik Iছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik তোমার মন খারাপ হলে আমার ভালোলাগে; একটা আস্ত চকলেটের দোকান তোমার কোলে খুব মানাতো,আমার টাকাপয়সা কম তাই ফুল কিনে নিয়ে যাই,হাঁটু গেড়ে বসি,ভালোবাসি বলি,খুব তাড়াতাড়ি চাকরী পাওয়ার আশ্বাস দিই। তোমার মন খারাপ হলে সূর্যাস্ত দেরীতে হয়,সিগারেট ছুঁই না,তোমাকে ছুঁয়ে বসে থাকি। তোমার বিড়াল তুলতুলি আমার দিকে নিষ্ঠুর সতীনের মতো তাকিয়ে থাকে। তোমার মনখারাপ হলে জীবনানন্দের প্রেতাত্মা আরেকটা চান্স নেওয়ার চেষ্টা করে, উত্তম কুমারের আলৌকিক নাম্বার থেকে রোমান্টিক মেসেজ আসে। তুমি পাত্তা দাও না,আমার হাত ধরে বসে একটা সমুদ্রসৈকতের কথা ভাবতে থাকো,যেখানটায় বছরে একবার অন্তত একজোড়া সুখী দম্পতি রহস্যজনকভাবে হারিয়ে যায়। তোমার মন খারাপ হলে ©️স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2103 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাSabdhan I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banikছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik সাবধান হতে হবে, বারবার সেইসব পরিচিত দুঃখের গান শুনে মানুষের কাছ থেকে আলাদা হওয়া যাবে না; হেসে উড়িয়ে দিতে হবে সব ছুঁড়ে দেয়া বিদ্রুপ- ইচ্ছের বিরুদ্ধে গিলতে হবে ভাত,তরকারি আর তুচ্ছতাচ্ছিল্য- যেনো আমি কোনো মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকা ফাঁকা গোলপোস্ট,যতো পারো লাথি দাও- যেনো আমি কোনো হারিয়ে যাওয়া মানিব্যাগের গোপন চিরকুট,ভাঙতি পাঁচ টাকা। সাবধানে এড়িয়ে যেতে হবে প্রেমিকার সাথে দেবতা পাহাড়ে শীত ছোঁয়ার মৃদু প্রতিজ্ঞা- ভুলে যেতে হবে প্রিয় সিগারেটের ব্র‍্যান্ড,বন্ধুদের অভিজাত আড্ডার স্মৃতি। সাবধানে হাসতে হবে,শব্দ করা যাবে না- যদিও হাসি খুব অপ্রাসঙ্গিক- সাবধানে মনে মনে কাঁদতে হবে,কান্নারা শুধু সিনেমায় সুন্দর। সাবধানে আরো কিছুদিন বেঁচে থেকে আরো সাবধানে মরে যেতে হবে চুপচাপ- হাসপাতাল,আত্মীয়,শেষ স্নানের ঝক্কি এড়িয়ে। সাবধান ©️স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-2002 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাChailei Paro I Swapnil Chakraborty I Nilanjana Chakraborty I Arijit Banik#abritti #kobita #artisticcommunity Sketch - Nilanjana Chakraborty Recitation- Arijit Banik চাইলেই এড়িয়ে যেতে পারি সব, সিঁড়ি ভাঙার শব্দ শুনে তবু কান পাতি,চোখ চলে যায় শ্যাওলা ছাদে,ফিরে আমাকে আসতেই হয় তোমার কাছে। সমর্পণের বেহায়া আলাপ ,তোমার অমন চুপ করে থাকা আমার কাছে প্রেম। চাইলেই আমি চলে যেতে পারি, ছেলেমানুষী ইচ্ছেরা তবু ট্রাফিকজ্যামের রেড সিগনালে তোমার কাছে ক্যালেন্ডারের পাতার মতো টাঙানো থাকে, তুমি চোখ রাখলেই রোববার আর চোখ নামালে বৃহস্পতি। হিসেবী খাতায় সব লিখে রাখি,মিলিয়ে নেওয়ার ইচ্ছে আছে। চাইলেই বলে দিতে পারো সব, কথা বলতে কণ্ঠ লাগে,কে বলেছে? রোজ রোজ যে সন্ধ্যে হলে চোখেই বলো "আর এসো না। " ওই কথাটা আমার কানে বড্ড লাগে। একদিন তুমি আসতে বোলো, মৃত্যুর মতো জাপটে ধরে ভীষণ বেঁচে থাকতে বোলো, কথা দিচ্ছি,তোমার লকারে জমা রেখে দেবো যমের টিকিট, তোমার চোখের খুব কাছে এসে আমার চোখের একফোঁটা জল খুব আড়ালে এই প্রণয়ের সাক্ষী হবে। চাইলেই পারো ©️স্বপ্নীল চক্রবর্ত্তী ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক2024-09-1903 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাঅসুখ । শক্তি চট্টোপাধ্যায় ।#abritti #bangla_kobita #kobita2024-09-1801 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাDekhi Tomar Bhalobasa I Sarat Mukhopadhaye#kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita_bangla #কবিতা #কবিতা_আবৃত্তি #artprocess #paintwithme #artdemo #artisticjourney #artisticcommunity #NilanjanaChakraborty #ArijitBanik ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik2024-09-1702 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাNijer Manush I Swapnil Chakraborty I Padma Mouliswar Aditya I Nilanjana Chakraborty I Arijit Banikকন্ঠ - পদ্মমৌলিশ্বর আদিত্য ছবি - নীলাঞ্জনা চক্রবর্তী উচ্চারন - অরিজিৎ বনিক Vocal- Padma Mouliswar Aditya Sketch - Nilanjana Chakraborty Recitation - Arijit Banik মুঠো খুলে দেখি আর কিছু নেই; দেওয়ার মতো যা কিছু ছিলো; বিকেল বেলা,টুকরো চিঠি,আদুরে আলাপ, সব নিয়ে গেছো; ফিরিয়ে দেওয়ার বেলায় শুধু আমাকেই দিলে, তাও অর্ধেক,আসল আমি টা তোমার কাছেই। আমাকে কী তুমি দুঃখ ভাবো? পোষাক ভাবো? শোবার ঘরে যাওয়ার আগে স্নানঘরে সব বদলে ফেলো,ঘ্রাণ ধুয়ে দাও আঁজলা জলে; আমি যদি বিদ্রোহ করি? যদি বলি "থেকেই যাবো" তোমার কাছে,রক্তে কিছুটা এখনো আছে, তাও নেবেনা? পুড়িয়ে ফেলবে? অন্য ছলে? তোমার নিজের মানুষ অংক বোঝে? জ্যামিতি কষে? গ্রাফিতি এঁকে বুঝিয়ে দেয়? স্বৈরাচারী আব্দারে রোজ মানচিত্রে আগুন লাগায়? জ্বর উঠলে জলপট্টি কে দিয়ে দেয়? ব্যথার ছলে আদর মাখায় সন্ধ্যে হলে? তাকে তুমি আগলে রেখো,যত্নে রেখো; আমি তো বুঝি কতোটা কী হয়, নিজের মানুষ বদলে গেলে। নিজের মানুষ ©️স্বপ্নীল চক্রবর্ত্তী2024-09-1604 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাPriyo Choto Boyosh | Imran Kais | Arijit Banik |প্রিয় ছোট বয়স, পড়ালেখা কম হলেও হোক, ( সবার হয়না) জীবনে ঠিক ঠাক থাকতে চাইলে, বড় বেলায় কিছুটা শান্তি এবং সুখে থাকতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা যা করা যাইতে পারে। ১. নিজের জীবন থেকে ভান ধরা কমায়ো ফেলো। তুমি যা, যা তোমার পরিচয়, যিনি তোমার বাবা, যেই শ্রেনীতেই তুমি থাকো, সেইটাই প্রকাশ কইরো। কোনকিছু ঢাকার চেষ্টা কইরোনা। বি অরিজিনাল। কাউরে নকল করতে যাইয়োনা। নিজের পরিচয়ে, অসন্তুষ্ট থাকলেও সেইটা লুকানোর চেষ্টা করবার মতন, কষ্টকর বোকামিটা করার দরকার নাই। নিজের অবস্থান নিজের কাছে পরিস্কার থাকা খুব জরুরি। নইলে অসুখ আসে৷ এংজাইটি আসে। সারাক্ষণ একটা স্ট্রেসের মধ্যে থাকা লাগে। লুকানোর জ্ঞান অর্জন করতে করতে, শো অফ করতে করতে সত্যিকার সামনে আর আগানো হয়না। ২ দয়া করে কারো গল্পের সবচেয়ে ক্রুয়েল ক্যারেক্টারটা হয়োনা। কারো মন ভাইঙ্গোনা। প্রতারণা কইরোনা। পেছনে প্ল্যান করে, কারো ক্ষতি কইরোনা। ঠকায়োনা। টাকা পয়শা/ জমি কাইরা নিয়োনা। আমি আমার জীবনে, এরকম 'চালাক' মানুষদের একজনকেও সুখি হইতে দেখিনাই। ৩. দয়া করে, মিথ্যা বলাটা কমায়ে আনো। অজুহাত, ব্লেমিং এসব দুর্বল আত্নার ট্যাকটিক্যাল অবস্থা। সাহসী মানুষ, এসবে ট্যাকটিসে লুকায়া থাকেনা। নানা রকম দু:খ আসবে, ফেইলর আসবে। সবারই আসে। ফেইলরটা তুমি কিভাবে ফেস করো। কিভাবে নিজের ত্রুটি খুঁজে বের করে ফাইট ব্যাক করো, তার উপর নির্ভর করে, তুমি আসলে কত দূর যাবা। নিজের জীবনের সব ঘটনায় আরেকজনের ত্রুটি খুঁজে বের করা মানুষ আসলে খুব বেশিদূর যায়না। ৪ পিছন ফিরে তাকালে, আশেপাশের নানা রকম মানুষের জীবনের দিকে তাকালে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে হয় জানো? পরোপকার! মানুষের জন্য কিছু একটা করা। মানুষের পাশে দাঁড়ানো মানুষ, মন নরম মানুষ, অন্যের দু:খে দু:খি মানুষ, সাধারনত জীবনে কোন একটা জায়গায় ঠিক পৌছে যায়! এই তথ্যটা সাবকনশাসে রেখো দিয়ো প্লিজ।। -ইমরান কায়েস2024-09-1603 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাতোমাকে একটি চিঠিলালসাংলিয়ানি রালতে (মিজোরাম) তোমাকে একটি চিঠি আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখতে চেয়েছিলাম। যে তুমি, আমার দীর্ঘদিনের আবেগ। আমি বসলাম জানালার ধারে আমার ডেস্কটায়, যেখান থেকে দেখা যায় তারাভরা রাত কত সুন্দর । আমার মনে পড়ছে, তুমিও বসেছিলে আমার পাশেই, নিঃশব্দে, যেন ব্যাঘাত না ঘটে আমার লেখায় । আমি চেষ্টা করলাম, আমার প্রথম পংক্তিটি লিখতে, চেষ্টা করলাম আমার অনুভূতিকে শব্দে আঁকতে। কাব্যের ছন্দে আমি চাইলাম তোমাকে বলতে, কিভাবে আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি নিজেকে। তুমি, কতটা মূল্যবান আমার কাছে; আমার বাতাস, আমার জল আমার সূর্য । আমার হাত কাঁপতে লাগলো যখন আমি তোমার নাম লিখলাম। আমি চাইছিলাম তোমার নামটাই আমার কবিতার প্রথম শব্দ হোক, আমার কবিতা তোমার জন্য। কিন্তু আমার মনের সে গভীর ভাবনা আমি পারলাম না ফুটিয়ে তুলতে কাব্যে। তোমার নামের পরে আমি আর লিখতে পারলাম না কিছুই। এটা কাল রাতের কথা । আজ সকালে আমি বসে আছি সেই একই ডেস্কে। এখন সাতটা। এবং আমি এইমাত্র আমার লাল চা শেষ করলাম। আমি ভাবছি, যদি তুমি এখন এখানে থাকতে, কত সুখী, কত তৃপ্ত হতাম আমরা । এখন, এই চিঠিটা আমি তোমার কবরের ওপর রেখে আসব । একটা লাল গোলাপের সাথে। পুনশ্চ – আমার জানালায় এখনও একটা ছোট্ট কালো পতাকা লাগানো আছে। অনুবাদ : কাকলি গঙ্গোপাধ্যায় ৮৭2024-03-1802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাJe telephone asar kotha I Purnendu Potriযে টেলিফোন আসার কথা2024-03-0802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাTomar jonno bhabi na | Nirendranath Chakraborty | তোমার জন্য ভাবি না । নীরেন্দ্রনাথ চক্রবর্তীতোমার জন্য ভাবি না তুমি তোমার ছেলেকে অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছ। শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত। যৌবনে সে নারীকে ভালবাসেনি, কেননা নারীকে সে নরক বলে জানে। ধীরে-ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে, চুলগুলিকে যা সাদা করে দেয়, কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না । তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয়। তুমি তোমার মেয়েকে অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি গিলিয়েছ। শৈশবে সে ফুল কুড়ায়নি, কেননা সে শুনেছিল প্রত্যেকটা গাছেই আছে একানড়ের বাসা। যৌবনে তার জানলা দিয়ে বাতাস বয়ে যায়নি, কেননা প্রতিবেশীর পুত্রকে সে লম্পট বলে জানে। ধীরে-ধীরে সে এখন সেইদিকে এগিয়ে যাচ্ছে, যেখানে দুপুরগুলি বিকেলের মতো বিষণ্ণ আর বিকেলগুলি রাত্রির মতো অন্ধকার। তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয়।2024-02-2201 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাMone Koro I Swapnil Chakrabortyমনে করো আমরা এখন পাহাড়ে, অথবা সমুদ্রে।  মনে করো একটা গোটা সিনেমাহল শুধু আমাদের জন্য, অথবা পার্কের সব বেঞ্চ ফাঁকা -যেমনটা চাও।  মনে করো আমাদের বিয়েতে কেউ উপহার দিয়ে গেছে প্যারিসের প্লেনের টিকিট, তোমার আলমারিতে শাড়ির কালেকশন দেখে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে তোমার হিংসুটে বান্ধবীর দল।  মনে করো আমার অফিসে অনেক কাজ,অনেক বড় চাকরি করি,সন্ধ্যেবেলা গাড়ি কিনতে যাবো একসাথে-একথা তুমি প্রতিবেশি বৌদিকে বলছো।  মনে করতে পারো বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে যাচ্ছি,সে কি ঠিকমতো নিজের নামের অর্থ বলতে পারবে? এ নিয়ে আমরা খুব চিন্তিত।  মনে করো এইমাত্র যার সাথে তোমার বিয়ে ঠিক হলো সেও ঠিক আমার মতোই অপ্রস্তুত,বেহায়া,বিষণ্ণ কোনো বেকার।  প্রেমিকার বিয়েতে নির্লজ্জের মতো নেমন্তন্ন খেয়ে ওয়েটারকে দশটা টাকাও বখশিশ দেবে না।  মনে করো আমি কেউ না,কিছুই না,কখনো কোথাও ছিলাম না।  মনে করো ©️স্বপ্নীল চক্রবর্ত্তী2024-02-1802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতামানুষ বড় অভিমানী প্রাণী । সাদাত হোসাইন ।মানুষ বড় অভিমানী প্রাণী -সাদাত হোসাইন (উচ্চারন - অরিজিৎ বনিক) মানুষ বড় অভিমানী প্রাণী । সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় ‘হ্যালো' বলতেই ওপারের মানুষটা বলুক, ‘তোমার মন খারাপ ?' তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, ‘তোমার ঘুম হয় নি টেনশন করছ কিছু নিয়ে ?' রাতে ? দুঃস্বপ্ন দেখছ ? টেনশন করছ কিছু নিয়ে ?' সে চায়, মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায়, মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, ‘আমি তো আছিই। তবে মন খারাপ কেন ?') সে চায়, মাঝরাত্তিরে সে টের পাক, পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষরাতে যখন খানিক হিম নামে, তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে । সে চায়, তার জন্য মাঝরাত্তিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক । মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ ও অনুভূতির কথা। সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যেমিথ্যি অজুহাত বানাক। কেউ কপাল ছুঁয়ে বলুক, ‘দেখি, দেখি, তোমার জ্বর নয় তো ?' অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, ‘খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে ? তবে এই যে এত ভালোবাসি, তাতে আরও কাছে আসা যায় না ? আরও আরও কাছে ? অনেক অনেক কাছে ?' মানুষ বড় অভিমানী প্রাণী । তারা দুজনই কেবল ভাবে, এসবই ওই মানুষটা করুক। ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর, বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী । অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়, বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ ।2024-02-1703 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাএই সিঁড়িতে পথ নেই আমার । সাদাত হোসাইনউচ্চারন - অরিজিৎ বনিক এই সিঁড়িতে পথ নেই নামার এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে, অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে, এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার, তুমি কি তা বুঝতে পারো ? এই যে জলের মতন আমার বুকেও ছলাৎছলাৎ শব্দ হয়, এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে, এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়, তুমি কি তা বুঝতে পারো ? এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়, অগুনতি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে, এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচায়, তুমি কি তা বুঝতে পারো ? জানি পারো না! তাতে দুঃখ নেই আমার । কারণ, ভালোবাসা কিংবা দুঃখ তো জানেই, এ সিঁড়িতে পথ নেই নামার!2024-02-1601 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাDuti Matro Okkhor I Sunil Ganguleeউচ্চারন - অরিজিৎ বনিক দুটি মাত্র অক্ষর -সুনীল গঙ্গোপাধ্যায় স্বপ্নে নয়, বুকের মধ্যে একটা কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়ে নীরা হাত বাড়িয়ে দিয়ে বললে, এসো তারপর আমি মাঠে মাঠে ঘুরছি, রোদ্দুরে ঝলসে যাচ্ছে কপাল, কিংবা বৃষ্টি ভিজে সপসপে, ভয় দেখাচ্ছে জ্যাঠামশাইয়ের বকুনির মতন মেঘের হুংকার চটি ছিঁড়ে যাক, পায়ে কাঁটা ফুটুক কিছু আসে যায় না, আমি শুধু শুনতে পাচ্ছি দুটিমাত্র অক্ষরের পরম বাঙ্ময়তা, যেন মহাকাশের সংগীত হাট করে খুলে যাচ্ছে দুনিয়ার সব দরজা গভীর অরণ্য থেকে ভোরবেলায় আলো এসে বলছে, এসো এইমাত্র জন্ম হল যে-ঝর্নার, সে বলছে, এসো মধ্য রাত্রির আকাশের শান্ত নীরবতা বলছে, এসো শুধু প্রকৃতিতে নয়, শুধু হৃদয়ে নয়, শরীর বলছে এসো ওষ্ঠের অমৃত, স্তনবৃন্তের উষ্ণতা, যোনির লাবণ্য বলছে, এসো আরও পরে, আরও গভীরে, যেখানে সময়ের সঙ্গে মিশে আছে চিরকালের শূন্যতা সেখান থেকেও ডাক শুনতে পাচ্ছি, এসো এক জন্মের সমস্ত চলে যাওয়ার মধ্যে ধ্বনিত হচ্ছে, এসো—।2024-02-1602 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাTobu Tumi Thako - Imran Kais‘বিচ্ছেদ মানে মৃত্যু আসলে!’2023-09-2101 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাডায়েরী থেকে । রণজিৎ দাশপ্রথম সত্যের জগৎ কবে আমাদের ভেঙে পড়েছিল!? একটা শিশুর সত্যে র জগৎ কিভাবে ভেঙে পড়ে এই কবিতায় কবি বলেছেন…2023-09-2002 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতামেয়েটি এবং ছেলেটি - সুবোধ সরকার‘পৃথিবীর কোথাও যখন কোনও ভালবাসা নেই, দিন না, ছেলেমেয়ে দুটোকে একটু ভালবাসতে।’2023-09-1902 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাRupam - Subodh SarkarConsequence of an Unemployed Graduate. Subodh Sarkar’s famous poem-Rupam.2023-09-1903 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতানীরার অসুখ - সুনীল গঙ্গোপাধ্যায়নীরার অসুখে পুরো শহর অসুস্থ। নীরার মন খারাপে শহরে গুমোট পরিস্থিতি… সুনীল বাবুর নীরা🩵2023-09-1802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাSwapna Darshan - Sunil Ganguleeধর্ম না মনুষ্যত্ব2023-09-1802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাপ্রথম প্রশ্ন - সুনীল গঙ্গোপাধ্যায়স্বপ্নের নীরা2023-09-1601 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাআমাকে ছেড়ে যাওয়ার পর - হুমায়ুন আজাদনারীরা প্রেম করে প্রেমিকের সঙ্গে, বিয়ে করে একজন সফল পুরুষকে। জীবন সঙ্গীর সঙ্গে শারীরিক কম্প্যাটিবলিটি হোক বা না হোক এঁরা এই কষ্ট টা মেনে নিয়ে জীবনধারন করে…2023-09-1504 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাযদি ওর মতো আমারও সবকিছু ভালো লাগতো- হুমায়ুন আজাদআমরা শৈশবে যেতে পারি না, কিন্তু মনের ঘরে বৃষ্টি হয় খুব…2023-09-1502 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাবিচ্ছেদ -ইমরান কায়েসইমরান কায়েসের ফেসবুক দেয়াল থেকে নেয়া এক অসাধারন আত্মোপলব্ধি2023-09-1502 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাক্ষত । রণজিৎ দাশ । KHOTO | Ranajit Das |In this poetry the poet, Ranajit Dash contends that true greatness in art arises only when its creator possesses a virtuous character. Art crafted by someone with a cruel disposition can never attain the status of greatness.2023-08-2102 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাএক উন্মাদিনীর কথা । রণজিৎ দাশ । Ek Unmadineer Kathaa । Ranajit DashIn the realm of affection's tale, a lady's heart intertwined with that of a humble shoemaker. Alas, he spurned her advances, misjudging her due to the shadows of her mental struggles. Undeterred, the woman chose an unconventional path to express her adoration. With each loving beat of her heart, she adorned her days with mimicry of the shoemaker's customary hand motions, a silent symphony of devotion that danced through her existence until the final whisper of her mortal coil.2023-08-1702 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাAlternative -Marzuk Russelতোমার দেখা পাচ্ছি না; তোমার দেড়-তলা বাড়িটাকে দেখতেছি। বাদামি পর্দা-উড়া-হালকা-খোলা জানলা দিয়ে যত ভেতরে দেখা যায়। ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড়, “ফিরোজা+পিংক” কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মর্কেটে দেখেছিলাম; ওই ড্রেসটা কি ভিজায় থাকে, শুকাইতে দাও না, ছায়াতে শুকাও ? গোপনে শুকাও ? তোমার এলাকার হোটেলগুলায় নাশতা; দুপুর, রাতের খাবার, টং দোকানের চিনি-ছাড়া-কাঁচাপাতি-দুধ-বেশি-চা; চানাচুর, আপঝাপ, মিনারেল পানি, চুইংগাম, ক্যাকজ‍্যাক খাচ্ছি প্রসংসা করছি। তোমারে খাইতে পারতেছি না। তোমার এলাকার রোদ, বৃষ্টি, ধোলিবালি, প‍্যাঁক, ময়লাটয়লা লাগায় বেড়াচ্ছি;তোমারে লাগানো হ‌ইয়েই উঠতেছে না, হবে … তোমার এলাকা ছাইড়া যাচ্ছি; তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক – আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক ! কবিতার নাম: অল্টারনেটিভ কবি: মারজুক রাসেল2023-01-0501 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাভুলে যাওয়া -নীললোহিত গৌতমকাউকে ভুলে যাওয়া কি সহজ!?2022-11-2602 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাEkhan I Tapapodo Roy I এখন । তারাপদ রায়ছেড়ে আসার আখ্যান2022-06-2401 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাপাহাড় চুড়ায় -সুনীল গঙ্গোপাধযায়। উচ্চারন -অরিজিৎ বনিকশৈশব-কৈশর-যৌবন-প্রৌঢ়ত্ব-বার্ধ্যক্য জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্খা পরিবর্তন হতে থাকে! এই কবিতায়, প্রৌঢ়ত্বের নিসঙ্গতা-নির্জনতাও উদযাপন করতে কবি আমাদের পাহাড় চুড়ায় নিয়ে গেছেন…2022-04-0903 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাAmalkanti -Nirendranath Chakraborty । অমলকান্তি -নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উচ্চারন -অরিজিৎ বনিকপড়াশুনার আসল উদ্দেশ্য কি? শুধু ডিগ্রী অর্জন আর সার্টিফিকেট, না একজন মানুষের মতো মানুষ তৈরী করা…2022-04-0902 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাসম্পর্কটা ছিল নিম্মলিখিত -সুবোধ সরকার। উচ্চারন- অরিজিৎ বনিককাছের মানুষরা যখন কাছে থাকে, তখন আমরা তাঁদের কদর করিনা, ভালবাসিনা! এঁরা চলে গেলে আফসোস করি…2022-04-0701 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাKaantaa (কাঁটা) - Sunil Gangopadhaye (সুনীল গঙ্গোপাধ্যায়)Love is like a flower and it’s blooming even with thorns too. This poem is the signature style of poet Sunil Gangulee which portrays - ‘If she gives you butterflies, get ready for thorns too.’2021-06-2003 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাRadhakrishner Upama ~ রাধাকৃষ্ণের উপমাLove is an action that someone can have with anyone regardless of marital status. This Bengali poetry depicts the same taking Radha-Krishna as the example. Poetry- Radhakrishner Upama ~ (রাধাকৃষ্ণের উপমা) by Sarat Kumar Mukhopadhaye (শরৎ কুমার মুখোপাধ্যায়). Cover Art- Nilanjana Chalraborty (নীলাঞ্জনা চক্রবর্তী) and Recited by-Arijit Banik (অরিজিৎ বনিক)2021-06-1802 minArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাArijit’s Bengali Poetry Book- কবিতার খাতাBengali Poetry ‘Tomar Teish Bachhar’It's a Bengali poem of pathos. After so many years the girl met with a mad person in a traffic jam while traveling by her car. She couldn't recognize her beloved person whom she have betrayed at her twenty three years of age. The name of the poem is ‘Tomar Teish Bachhar(তোমার তেইশ বছর)’ means ‘Your twenty three years of age.’ Poet- Soubhik Bandyopadhyay and Recitor- Arijit Banik2021-06-1401 min