podcast
details
.com
Print
Share
Look for any podcast host, guest or anyone
Search
Showing episodes and shows of
Zafar Alam
Shows
My MARS mantra: Stories from changemakers in disasters and development
Ep9. Bangladesh Victory Day Bonus_জাফর আলমের মুক্তিযুদ্ধের স্মৃতি আর দেশসেবার গল্প_Zafar Alam with Rumana Kabir
Zafar Alam is a former civil servant shares his story of growing up during the independance war of Bangladesh. Zafar alam helped many climate-displaced landless families to restart their lives, by allocating them a new piece of land in the remotest parts of the country. He was active during the COVID-19 pandemic keeping the port authrorities and the hospitals running, training future civil servants. Zafar Alam now teached at several universites in Bangladesh. এপিসোড ৯ বিজয় দিবসের বোনাস - জাফর আলমের মুক্তিযুদ্ধের স্মৃতি আর দেশসেবার গল্প: জাফর আলম বর্তমানে বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং প্রাক্তন সিভিল সার্ভিস কর্মকর্তা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি আর তা থেকে উৎসরিত দেশপ্রেম তাকে উদ্ভুদ্ধ করে সরকারের হয়ে কাজ করার জন্য। এরপর আর কখনো থেমে থাকেন নি তিনি। দেশসেবার মানসিকতা থেকেই বিভিন্ন পদে কাজ করতে হয়েছিল তাকে, যার মধ্যে তৃণমূল পর্যায়ের ভূমিহীন মানুষ ও অটিজমদের নিয়ে কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ সরকারের সহায়তায় তিনি “চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প” নামে একটি প্রকল্পে কাজ করেন, যার মাধ্যমে তিনি অসংখ্য ভূমিহীন মানুষকে কৃষিজমি ও পুকুর প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুব্যবস্থা করেন। এরই ধারিবাহিকতায় তিনি ভূমিকা রাখেন সেইসব ভূমিতে বন্যা নিয়ন্ত্রণ ও রাস্তাঘাট বিনির্মানে। এছাড়াও লিঙ্গ বৈষম্য দূরীকরণে এবং নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তিনি স্বামী স্ত্রী দুইজনকে ভূমির মালিক করার উদ্যোগ গ্রহণ করেন। কোভিড-১৯ বা করোনা চলাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বন্দরে কাজ করেন৷ বন্দরের কাজকে চলমান রাখতে এবং বন্দর কর্মীদের সুরক্ষার জন্য তার নেতৃত্বেই সেই সময়ে বন্দরের অভ্যন্তরেই হাসপাতালের একটি অংশকে কোভিড সেন্টার হিসেবে চালু করা হয়। এছাড়াও চট্টগ্রামে অটিজম ভিত্তিক সেবা চালুকরণে তিনি অগ্রগামী ভূমিকা রাখেন। অটিজম সচেতনতা বৃদ্ধিকরণে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বর্তমানে তার নেতৃত্বে আরো বেশ কয়েকটি সংস্থা সহ চট্টগ্রামে একটি নয় তলা ভবন নির্মানাধীন রয়েছে। যা ভবিষ্যত সময়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
2024-01-05
27 min